সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ব্যাডমিন্টনের (Indian Badminton) জন্য খারাপ খবর। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতের পদক জয়ের অন্যতম সেরা মুখ পিভি সিন্ধু (PV Sindhu)। এর আগে ২০১৬ সালে রিও এবং ২০২১ টোকিও অলিম্পকে পদকজয়ী তারকা এবার চোটে আক্রান্ত হলেন।
এমনিতেই চলতি বছর ফর্মে ছিলেন না তিনি। এরমধ্যে চোটের কারণে গত সপ্তাহে ফরাসি ওপেন থেকে নাম তুলে নিয়েছিলেন। আর এবার সেই চোটের জন্যই আগামী কয়েক সপ্তাহের জন্য কোর্টের বাইরে চলে গেলেন এই চ্যাম্পিয়ন শাটলার। নিজের চোটের কথা সোশাল মিডিয়াতে জানিয়ে দিয়েছেন পিভি সিন্ধু।
[আরও পড়ুন: ফুটবলে মেসি-রোনাল্ডোর মতো, ক্রিকেটে অবদান বিরাটের! বড় মন্তব্য ইয়ান বিশপের]
এর আগেও হাঁটুর চোট তাঁকে ভুগিয়েছিল। এবার সেই পুরনো চোট তাঁকে কোর্টের বাইরে ছিটকে দিল। নিজের ইনস্টাগ্রামে সিন্ধু লিখেছেন, ‘ফ্রান্স থেকে ফিরে ডাক্তারের পরামর্শ মেনে বাঁ হাটুর স্ক্যান করিয়েছিলাম। আমার হাল্কা চোট ধরা পড়েছে। আর তাই আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার সিদ্ধান্ত নিলাম। যাতে পুরো ফিট হয়ে কোর্টে ফিরতে পারি।’
২৮ বছরের সিন্ধু চোটের জন্য ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে নিজের নাম তুলে নেন। এমন প্রেক্ষাপটে তিনি কবে ফিট হয়ে ফিরে আসেন সেটাই দেখার।