shono
Advertisement

Breaking News

Badlapur

সাইকেলে চড়তে গিয়েই যৌনাঙ্গে আঘাত! মহারাষ্ট্রে নির্যাতিত শিশুদের পরিবারকে বলেন প্রধান শিক্ষিকা

পড়ুয়াদের অভিভাবকদের দাবি, মেডিক‌্যাল রিপোর্ট নিয়ে স্কুলে গিয়েছিলেন তাঁরা।
Published By: Anwesha AdhikaryPosted: 10:19 AM Aug 23, 2024Updated: 10:19 AM Aug 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলাপুরের স্কুলে দুই খুদে পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় সামনে এল ভয়ংকর তথ‌্য। পড়ুয়াদের অভিভাবকদের দাবি, মেডিক‌্যাল রিপোর্ট নিয়ে স্কুলে গিয়েছিলেন তাঁরা। প্রধান শিক্ষিকাকে প্রমাণ-সহ জানাতে গিয়েছিলেন যে শিশুদের সঙ্গে যৌন হেনস্তার ঘটনা ঘটেছে। কিন্তু কথাবার্তার শুরুতেই সেই দাবি উড়িয়ে দেন প্রধান শিক্ষিকা।

Advertisement

উল্টে দাবি করেন, সাইকেল চড়তে গিয়েই যৌনাঙ্গে আঘাত পেয়েছে ওই দুই শিশু। এতেই শেষ নয়। এর পর যখন এই ঘটনাকে কেন্দ্র করে বদলাপুর জুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়, পুলিশের তরফ থেকে তখন তাঁদের রীতিমতো শাসানো হয়েছিল। কোনওভাবেই যেন শিশুদের পরিবার মিছিলে যোগ না দিতে পারেন, থানা থেকে সেই হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

[আরও পড়ুন: কখন রুজু অস্বাভাবিক মৃত্যুমামলা, সময়ে গলদ কোথায়? বিবৃতি রাজ্যের আইনজীবীর

যদিও এরই মধ্যে অভিযুক্ত সাফাইকর্মীর বাবা-মায়ের দাবি, তাঁদের ছেলে নির্দোষ। তাকে ফাঁসানো হচ্ছে। তাঁরা দাবি করেছেন, ওই একই স্কুলে তাঁরাও পরিচারকের কাজ করতেন, তবে রাতের শিফটে। ছেলে কাজ করত সকালে। দিন পনেরো হল, কাজে যোগ দিয়েছিল। থানায় ছেলেকে মারধরের অভিযোগ তোলার পাশাপাশি তাঁদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

অন‌্যদিকে, ঘটনার প্রতিবাদে আগামী শনিবার, ২৪ আগস্ট মহারাষ্ট্র বন্‌ধের ডাক দিয়েছে মহা বিকাশ অঘাড়ি (এমভিএ)। শিবসেনা (উদ্ধব শিবির) সাংসদ সঞ্জয় রাউত এ কথা জানিয়েছেন। মহা বিকাশ অঘাড়ির অন্তর্ভুক্ত তিনটি দলই (কংগ্রেস, শিব সেনা (উদ্ধব শিবির) এবং এনসিপি) এই বন্‌ধ কর্মসূচিতে শামিল হবে বলেই জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: পাকিস্তানে কনভয়ে রকেট হামলা ডাকাতদের, মৃত অন্তত ১১ পুলিশকর্মী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যখন এই ঘটনাকে কেন্দ্র করে বদলাপুর জুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়, পুলিশের তরফ থেকে তখন তাঁদের রীতিমতো শাসানো হয়েছিল।
  • অভিযুক্ত সাফাইকর্মীর বাবা-মায়ের দাবি, তাঁদের ছেলে নির্দোষ। তাকে ফাঁসানো হচ্ছে।
  • ঘটনার প্রতিবাদে আগামী শনিবার, ২৪ আগস্ট মহারাষ্ট্র বন্‌ধের ডাক দিয়েছে মহা বিকাশ অঘাড়ি
Advertisement