সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডন অলিম্পিকে দেশকে পদক এনে দিয়েছেন। কমনওয়েলথ গেমসে ভারতীয়দের গর্বিত করেছেন। হায়দরাবাদি শাটলার হিসেবেই গোটা দুনিয়ার কাছে পরিচিত সাইনা নেহওয়াল। কিন্তু এবার আরও একটি পরিচয় যোগ হল তাঁর নামের পাশে। রাজনীতির ময়দানে পা দিলেন সাইনা। বুধবার সরস্বতী পুজোর দিন বিজেপিতে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা।
গত বছর লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। পূর্ব দিল্লি কেন্দ্রের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ও পান গোতি। বিজেপির ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন হরিয়ানার কুস্তিগির ববিতা ফোগাটও। যদিও নির্বাচনে জয় পাননি তিনি। এবার মোদি সরকারের উপর ভরসা রেখে বিজেপি শিবিরে নাম লেখালেন সাইনাও। বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তাঁকে দলে স্বাগত জানান। তবে সাইনা একা নন, একই সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দিলেন তাঁর বোন চন্দ্রাংশুও।
[আরও পড়ুন: টেনিস কোর্টে অন্য মেজাজে অভিজিৎ, নোবেলজয়ীর ফিটনেস দেখে মুগ্ধ জয়দীপ মুখোপাধ্যায়]
আগামী মাসেই দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে সাইনার বিজেপিতে যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ হায়দরাবাদ থেকে খ্যাতি পেলেও সাইনা জন্মেছেন হরিয়ানায়। আর সেই সূত্রকেই কাজে লাগিয়ে দিল্লিতে প্রচারের জন্য সাইনাকে ব্যবহার করতে পারে বিজেপি শিবির। দিল্লিতে হরিয়ানা জাঠদের একটা বড় অংশ রয়েছে। তাঁদের সামনে সাইনাকে বিজেপির মুখ হিসেবে তুলে ধরতে পারে বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির বিরুদ্ধে বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা সাইনাই হয়ে উঠতে পারেন বিজেপির তুরুপের তাস।
[আরও পড়ুন: ত্যাগির অনবদ্য বোলিং, অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিতে ভারত]
The post কোর্ট থেকে রাজনীতির ময়দানে, বিজেপিতে যোগ দিলেন সাইনা নেহওয়াল appeared first on Sangbad Pratidin.