সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ খানেক আগেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। তার সেলিব্রেশন এখনও চলছে। মুম্বইয়ের রাস্তায় রোহিতদের রাজকীয় সংবর্ধনা জানিয়েছে ভক্তরা। অন্যদিকে বিসিসিআই থেকে ১২৫ কোটি টাকা ঘোষণা করা হয়েছে দলের জন্য। মহারাষ্ট্র সরকারও আর্থিক পুরষ্কার দিচ্ছে তাঁদের। এরই মধ্যে বৈষম্যমূলক আচরণ নিয়ে বেজায় ক্ষুব্ধ ব্যাডমিন্টন তারকা চিরাগ শেট্টি (Chirag Shetty)।
পুরষ্কার ও অভিনন্দনে যখন ভেসে যাচ্ছেন বিশ্বজয়ী ক্রিকেটাররা, তখন সেটাকে কটাক্ষ করলেন চিরাগ। তবে তাঁর ক্ষোভ রোহিতদের দিকে নয়। তিনি মূলত ক্ষুব্ধ মহারাষ্ট্র সরকারের বৈষম্যমূলক আচরণে। মহারাষ্ট্র সরকার ১১ কোটি দিয়েছে। সেই সঙ্গে সংবর্ধনাও জানিয়েছে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবেদের।
সেই প্রসঙ্গে তিনি বলেন, "থমাস কাপের গুরুত্ব বিশ্বকাপের মতোই। যে দল প্রথম থমাস কাপ জিতেছিল, সে দলের আমি অন্যতম সদস্য ছিলাম। ফাইনালে ইন্দোনেশিয়ার মতো দলকে হারিয়েছিলাম। সেখানে মহারাষ্ট্র থেকে শুধু আমিই ছিলাম। সরকার তো ক্রিকেটের বিশ্বকাপ জয়ী দলকে সংবর্ধনা দেয়। তাহলে তো আমারও স্বীকৃতি পাওয়া উচিত ছিল। রোহিতরা টাকা পায়, আমরা ব্রাত্য কেন? সব খেলা ও খেলোয়াড়দের সমান চোখে দেখা উচিত।"
[আরও পড়ুন: ধোনির ১০০ ফুটের কাটআউট, আলোর খেলায় শুভেচ্ছা সিএসকে-র, জন্মদিনে মাহি-ময় ভক্তকূল]
তবে বিশ্বজয়ী দলকে নিয়ে তিনি কোনও অভিযোগ করেননি। চিরাগ জানান, "আমি ক্রিকেটারদের বিরুদ্ধে নই। ব্যাডমিন্টন প্লেয়াররাও বিশ্বকাপ দেখেছি। বিশ্বকাপ জয়ের আনন্দ করেছি। দুবছর আগে আমরা একটা সমান মানের প্রতিযোগিতা জিতেছিলাম। তখন কোনও সংবর্ধনা পাইনি। আর্থিক পুরষ্কারও দেয়নি। কিন্তু ২০২২-র আগে থমাস কাপের সেমিফাইনালে ভারতের কোনও ব্যাডমিন্টন দল যেতে পারেনি।"
কয়েক মাস আগেও তাঁর এবং সাত্ত্বিক সাইরাজের জুটি ব্যাডমিন্টনে এক নম্বরে ছিল। জিতেছেন কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমস। এই মুহূর্তে তাঁরা প্যারিস অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছেন। তার মধ্যেই চিরাগ প্রশ্ন তুলে দিলেন ক্রীড়াজগতের বৈষম্য নিয়ে।