সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় তিন বছর বিচারাধীন বন্দি থাকার পর জামিন পেতে পারেন কুণাল ঘোষ৷ মঙ্গলবার হাই কোর্টের বিচারপতির কথায় মিলল সে ইঙ্গিত৷
সারদা মামলায় অভিযুক্ত হয়ে প্রায় তিন বছর বন্দি আছেন তিনি৷ একাধিকবার তিনি নিজের জামিনের আবেদন জানিয়েছিলেন৷ যদিও প্রতিবার তা নাকচ হয়েছে৷ সিবিআইকে তদন্তে সর্বোতভাবে সাহায্য করার পরও কেন তাঁর জামিন হচ্ছে না, তা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যসভার সাংসদ৷ বসেছিলেন অনশনেও৷
এর আগে আর এক অভিযুক্ত মন্ত্রী মদন মিত্রর জামিন মঞ্জুর হওয়ার সময় আদালতে উঠেছিল তাঁর প্রসঙ্গ৷ একই অভিযোগে আর একজন জামিন পেলে, অন্যজনেরও তা পাওয়া উচিত বলেই মত প্রকাশ করেছিল আদালত৷ এছাড়া সাজার যা মেয়াদ হওয়া উচিত, তার বেশিরভাগটাও বিচারাধীন অবস্থায় তিনি কাটিয়ে ফেলেছেন বলেও অভিমত প্রকাশ করা হয়েছিল৷ এবার সেই পথেই তাঁর জামিন মঞ্জুর হতে পারে বলেও ইঙ্গিত মিলল৷
তবে জামিন পেলেও সিবিআই-এর দেওয়া কিছু শর্ত মেনেই তা মঞ্জুর হবে বলে ধারণা রাজনৈতিক মহলের৷ প্রাক্তন পরিবহণমন্ত্রীর জামিনের ক্ষেত্রেও সিবিআই দফতরে হাজিরা দেওয়া, পাসপোর্ট জমা রাখার মত শর্ত আরোপ করা হয়েছিল৷ তা প্রযোজ্য হতে পারে কুণাল ঘোষের জন্যও৷