সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোভন চট্টোপাধ্যায়কে ‘ভাঁড়’ বলে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই কটাক্ষের পালটা দিলেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট জবাব, “ভাঁওতাবাজি, ভণ্ডামির চেয়ে ভাঁড়ামো অনেক ভাল।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলার জন্যও শুভেন্দু অধিকারীরে একহাত নেন বৈশাখী।
ঘটনার সূত্রপাত রবিবার। লক্ষ্মীপুজো উপলক্ষে কাঁথির ‘শান্তিকুঞ্জ’ অর্থাৎ অধিকারী পরিবারের বাসভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শান্তিকুঞ্জে পৌঁছন সুকান্ত। শিশির অধিকারী ও তাঁর স্ত্রীর জন্য উপহারও নিয়ে গিয়েছেন বিজেপি সভাপতি। অধিকারী বাড়িতে খাওয়দাওয়া করেন সুকান্ত। এরপর তাঁকে বিদায় জানাতে এসে সাংবাদিকদের সামনে শুভেন্দু আচমকাই বলেন, “নন্দীগ্রাম না হলে উনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না।” তাঁর এই মন্তব্যের সমালোচনা করে সরব হন তৃণমূলের পুরনো সৈনিক শোভন চট্টোপাধ্যায়। শুভেন্দুকে ‘মিথ্যাবাদী’ বলে দাবি করেন তিনি। পালটা আক্রমণে শোভনকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ করেন তিনি।
[আরও পড়ুন: মোমিনপুর অশান্তি মামলা: সিট গঠনের নির্দেশ হাই কোর্টের, নেতৃত্বে ডিজিপি ও পুলিশ কমিশনার]
বুধবার সন্ধেয় শুভেন্দু অধিকারীকে জবাব দিয়ে ভিডিও পোস্ট করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ভিডিওর শুরুতেই তাঁর সপাট জবাব, “ভাঁওতাবাজি, ভণ্ডামির চেয়ে ভাঁড়ামো অনেক ভাল।” একইসঙ্গে বৈশাখীর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ছিল বলেই মন্ত্রী হতে পেরেছিলেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ট্রেনিং দিয়েছিলেন। তাই আজকে বিরোধী দলনেতা হতে পেরেছেন।” শোভনের সঙ্গেও শুভেন্দুর তুলনা টেনেছেন তিনি। বৈশাখীর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার কোনও অধিকার আপনার নেই। উনি তো দূরে থাক, শোভনের মতো চুনোপুঁটি নেতাদের রাজনীতিতে যা অবদান রয়েছে, তাও আপনাদের নেই।”
এনিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, “উনি সুন্দরী, শিক্ষিতা। ওঁর কথা শুনতে ভালই লাগে। তবে ছন্দে ছন্দে কথাগুলো বললে আরও ভাল লাগত।”