সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ‘গরুর মাংস’ নিয়ে যাওয়ার সময় দু’জন মুসলিম ব্যক্তিকে লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠল বজরং দলের (Bajrang Dal) কর্মীদের বিরুদ্ধে। গত বুধবার ইদের ঠিক আগের দিন বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তবে আক্রান্ত দুই যুবকের দাবি, তাঁদের সঙ্গে থাকা মাংস গরুর নয়।
ঠিক কী হয়েছিল? ওই মুসলিম যুবকরা বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় খান্ডোয়ার কাছে পলিটেকনিক কলেজের কাছে তাঁদের পথ আগলে দাঁড়ান বজরং দলের কর্মীরা। রীতিমতো জেরা শুরু হলে মুসলিম যুবকরা জানিয়ে দেন, তাঁরা পাঁঠার মাংস নিয়ে যাচ্ছেন, গরুর মাংস নয়। এরপরই তাঁদের মারধর করেন ওই কর্মীরা।
[আরও পড়ুন: ‘কোরান পোড়ানো বেআইনি নয়’, বিতর্কের আগুনে ঘৃতাহুতি ন্যাটো প্রধানের]
পরে পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়। তারা যুবককে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তবে বজরং দলের কর্মীরা সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন। ইতিমধ্যেই দু’টি মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে একটি দুই মুসলিম যুবকের বিরুদ্ধে। তাঁদের সঙ্গে থাকা মাংস পরীক্ষা করে দেখা হচ্ছে। সেটি গরুর মাংস কিনা খতিয়ে দেখছেন পশু চিকিৎসকরা। তবে ওই মাংসের কোনও রসিদ ছিল না বলেও জানা যাচ্ছে।