shono
Advertisement

লিমকা বুক অফ রেকর্ডসে নাম তুলল ‘বালিকা বধূ’

বালিকা বধূ ধারাবাহিকের আনন্দী, জগ্গা, বাইসার সুখ-দুঃখ শুধু তাঁদের নিজের নয়৷ তাঁদের আনন্দে আনন্দিত হয় টেলিভিশনের অপর প্রান্তে থাকা দর্শকও. আবার তাঁদের দুঃখে কাতরও হন দর্শকরা৷ সেই বালিকা বধূ ধারাবাহিকই লিমকা বুকে নাম তুলল৷ সবচেয়ে দীর্ঘদিন ধরা চলা ধারাবাহিকের কারণে এই বিশ্বরেকর্ড করল বালিকা বধূ৷ The post লিমকা বুক অফ রেকর্ডসে নাম তুলল ‘বালিকা বধূ’ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:26 AM Jun 01, 2016Updated: 09:11 PM May 31, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালিকা বধূ ধারাবাহিকের আনন্দী, জগ্গা, বাইসার সুখ-দুঃখ শুধু তাঁদের নিজের নয়৷ তাঁদের আনন্দে আনন্দিত হয় টেলিভিশনের অপর প্রান্তে থাকা দর্শকও. আবার তাঁদের দুঃখে কাতরও হন দর্শকরা৷ সেই বালিকা বধূ ধারাবাহিকই লিমকা বুকে নাম তুলল৷ সবচেয়ে দীর্ঘদিন ধরা চলা ধারাবাহিকের কারণে এই বিশ্বরেকর্ড করল বালিকা বধূ৷

Advertisement

ইতিমধ্যেই ২০০০ এপিসোডের মাইলস্টোন ছুঁয়েছে বালিকা বধূ৷ আট বছর আগে রাজস্থানের পটভূমিকায় শুরু হয় বালিকা বধূ আনন্দীর যাত্রা৷ সেই যাত্রা এখনও চলছে৷ এই মাইলস্টোন ছোঁয়ার জন্য ধারাবাহিকটির দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন কালার্স চ্যানেলের প্রোগ্রামিং হেড মণীশ শর্মা৷

The post লিমকা বুক অফ রেকর্ডসে নাম তুলল ‘বালিকা বধূ’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement