shono
Advertisement

নিজের মূর্তি উন্মোচন করতে গিয়ে আজব সমস্যায় পড়লেন সৌরভ

কী এমন হল? The post নিজের মূর্তি উন্মোচন করতে গিয়ে আজব সমস্যায় পড়লেন সৌরভ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:24 PM Jul 15, 2017Updated: 10:56 AM Jul 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহলে সৌরভ বনাম রবি শাস্ত্রী ইস্যু হট কেক হয়ে বিকোচ্ছে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই তুলে ধরা হচ্ছে সৌরভের সঙ্গে শাস্ত্রীর ঝামেলার বিষয়গুলিকে। তবে সেসব সমালোচনাকে স্ট্রেট ড্রাইভে উড়িয়ে শনিবার বালুঘাটে নিজের মূর্তি উন্মোচন নিয়েই ব্যস্ত ছিলেন মহারাজ। নিরাপত্তা থেকে ভক্তদের উচ্ছ্বাস, সবই ছিল প্রত্যাশা মাফিক। কিন্তু মূর্তি উন্মোচন করতে গিয়েই দেখা দিল আরেক সমস্যা।

Advertisement

[নিউ ইয়র্কে অনুষ্কার সঙ্গে এই জিনিসও কিনতে বেরলেন বিরাট!]

শনিবার বালুরঘাট ছিল সৌরভময়। পদাতিক এক্সপ্রেসে চেপে মালদা নামেন দাদা। সেখান থেকে বুনিয়াদপুরে একটি সার্কিট হাউসে গিয়ে ওঠেন। গঙ্গারামপুরে তাঁকে সংবর্ধনা জানানো হয়। তারপর আসেন বালুরঘাট স্টেডিয়ামে। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের জন্য তাঁর ব্যানার ও পোস্টারে সেজে উঠেছিল বালুরঘাট। সৌরভের উপস্থিতির জন্য স্টেডিয়াম জুড়ে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা। আগে ঠিক ছিল যে সৌরভকে চপারে চাপিয়ে আকাশপথে নিয়ে আসা হবে। তবে খারাপ আবহাওয়ার কারণে পরে সিদ্ধান্ত পালটান আয়োজকরা। যদিও যে উদ্দেশ্যে তাঁর এই জেলা শহরে আগমন তার পূর্ণাঙ্গ রূপ দিতে পারলেন না। আসলে বালুরঘাট স্টেডিয়ামে তাঁর মূর্তি উন্মোচন হওয়ার কথা ছিল। যথারীতি সেই মূর্তিও এসে যায়। অথচ তা বালুরঘাট স্টেডিয়ামে বসানো সম্ভব হয়নি। কেন? আসলে বালুরঘাট স্টেডিয়ামের যে কমিটি রয়েছে তার প্রধান হলেন এই জেলার ডিএম। তিনি আইনিগত সমস্যাকে তুলে ধরে জানিয়ে দেন, এখনই মূর্তি বসানোর অনুমতি দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ফলে নিজের মূর্তি উদ্বোধন করে গেলেও তা কোথায় বসানো হবে তা নিয়ে জটিলতা রয়ে গেল। এই ব্যাপারে অবশ্য সৌরভের কোন দুঃখ নেই। হাসতে হাসতে বলছিলেন, “তেমন হলে আমি এই মূর্তি নিয়ে চলে যাব।”

[বিরাটদের বোলিং কোচ নন জাহির, নয়া চুক্তির কথা জানালেন সৌরভ]

শিলিগুড়ির শিল্পী সুশান্ত পাল প্রায় ৩ মাস ধরে সৌরভের এই মূর্তিটি তৈরি করেছেন। ২০০৩ বিশ্বকাপে অধিনায়ক সৌরভের আদলে মূর্তিটি তৈরি করা হয়। গত সোমবার মূর্তিটি বালুরঘাটে এসে পৌঁছেছে। মূর্তি উন্মোচনের পাশাপাশি এদিন রবি শাস্ত্রীকে কোচ বাছাই প্রসঙ্গও উঠে আসে। মহারাজ জানান, শাস্ত্রীকে বেছে নেওয়া নিয়ে কোনও দ্বিমত ছিল না। এই মন্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিলেন, তাঁকে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, শাস্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সমস্যা নেই। শাস্ত্রী প্রসঙ্গ উঠতেই তিনি নির্দ্ধিধায় জানিয়ে দেন, “রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচ হয়েছেন। তাঁকে কোচ করা নিয়ে কোনও দ্বিমত ছিল না। এই ব্যাপারটা নিয়ে অহেতুক জলঘোলা করার মানে হয় না।”

The post নিজের মূর্তি উন্মোচন করতে গিয়ে আজব সমস্যায় পড়লেন সৌরভ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement