সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলে গেলেন বাংলা সংগীত জগতের কিংবদন্তি শিল্পী বনশ্রী সেনগুপ্ত। বয়স হয়েছিল ৭৩ বছর। ফুসফুসের সংক্রমণ নিয়ে দিন দশেক আগে এসএসকেএমে ভর্তি হন তিনি। রবিবার সকাল ১১টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বহুদিন ধরেই কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন স্বর্ণযুগের স্বনামধন্য এই শিল্পী। একাধিকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। কিন্তু এবার আর বাড়ি ফেরা হল না। রবিবার সকালের ডাকে এল এ এক মন খারাপের চিঠি। এখন শুধু “দূর আকাশে তোমার সুর…।”
জানা গিয়েছে, কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সংগীতশিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা যাচ্ছেন হাসপাতালে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। প্রিয় শিল্পীর মৃত্যুর খবর ছড়াতেই বিভিন্ন সোশ্যাল সাইটে শোকবার্তা জ্ঞাপন করেন বিভিন্ন সংগীতশিল্পীরা। সূত্রের খবর, হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
The post প্রয়াত সংগীতশিল্পী বনশ্রী সেনগুপ্ত appeared first on Sangbad Pratidin.