বাম ছাত্র-যুবদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক। বিক্ষিপ্ত অশান্তি কলকাতায়। যাদবপুর, মৌলালিতে অবরোধ, মিছিল। সকাল থেকে শুনশান জেলাগুলি। রাস্তায় বাস-গাড়ির সংখ্যা তুলনামূলক কম। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে সামগ্রিকভাবে বন্ধের মিশ্র প্রভাব পড়ল রাজ্য়ে। বন্ধের বাংলায় দিনভর ঘটনার যাবতীয় UPDATE:
সন্ধে ৬: বাম ছাত্র যুবদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এগিয়ে এলেন বিশিষ্টরা। টুইটে আন্দোলনকে সমর্থন স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্রদের। প্রতিবাদকে সমর্থন জানালেন অনীক ধর, কমলেশ্বর মুখোপাধ্যায়রা।
বিকেল ৫.০২: বাংলা বন্ধের জেরে সাধারণ মানুষের সমস্য়ার জন্য দুঃখিত। ক্ষমা চেয়ে নিলেন সিপিএম পলিটবুরো সদস্য মহঃ সেলিম। পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে সিপিএম, ডিওয়াইএফআই, এসএফআই।
বিকেল ৪. ৩০: বন্ধে মানুষের ভূমিকায় খুশি বাম নেতৃত্ব। পুলিশেক আচরণের প্রতিবাদে ফের সুর চড়ালেন সূর্যকান্ত মিশ্র।
দুপুর ৩. ১৫: এগরায় বামেদের মিছিল। পুলিশের সঙ্গে বচসা।
দুপুর ২. ১৫: বামেদের ধর্মঘটের বিরোধিতায় সুর চড়ালেন দিলীপ। ‘দিদিমণি বিজেপিকে রুখতে বামেদের সামনে আনতে চাইছে’, কটাক্ষ তাঁর।
দুপুর ২.০০: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়েছে শিয়ালদহ শাখার ট্রেন চলাচল।
দুপুর ১. ৩০: বর্তমানে প্রায় সব জেলায় যান চলাচল স্বাভাবিকের পথে।
দুপুর ১টা: বন্ধের জের। মুর্শিদাবাদে আটকানো হল বিজেপির পরিবর্তন যাত্রা।
বেলা ১২.৩০: জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি। পুলিশের সঙ্গে ধর্মঘটীদের বচসা, ধস্তাধস্তি।
বেলা ১২.০০: এন্টালিতে মিছিল থেকে গাড়িতে ব্যাপক ভাঙচুর। জোর করে বন্ধ করে দেওয়া হল দোকান।
সকাল ১১. ৪০: মৌলালির মিছিলে নেতৃত্বে রয়েছেন বিমান বসু-সহ একাধিক বাম নেতা। মালদহের চাঁচোলে পড়ুয়াদের স্কুলে ঢুকতে বাধা।
সকাল ১১. ৩০: টবিন রোডের কাছে বিটি রোডে অবরোধ। এন্টালিতে মিছিল, রাস্তায় জ্বালানো হচ্ছে টায়ার।
সকাল ১১.১০: কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবরোধ। বর্তমানে কোচবিহারে স্তব্ধ বাস পরিষেবা। কলকাতার রাজাবাজারে চলছে অবরোধ।
সকাল ১১.০০: করুণাময়ী মোড় অবরোধ ধর্মঘটীদের। মৌলালিতে পুলিশের সঙ্গে বচসা কংগ্রেস নেতাদের। হাওড়া ব্রিজে যান চলাচল স্বাভাবিক।
সকাল ১০. ৪০: মেদিনীপুর বাসস্ট্যান্ডে অশান্তি। যাত্রীদের বাসে উঠতে বাধা। পুলিশের সঙ্গে বচসা। ধর্মঘটের কারণে পরীক্ষা দিতে যেতে সমস্যা, কান্নায় ভেঙে পড়লেন তরুণী।
সকাল ১০. ২৫: দফায় দফায় বিক্ষোভ হাওড়া, ক্যানিংয়ে। ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
সকাল ১০. ১৫: বারাসতের হেলাবটতলায় দফায় দফায় অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ ও ব়্যাফ। আসানসোলে ধর্মঘটীদের হাতে প্রহৃত বাইক আরোহী। প্রবল উত্তেজনা এলাকায়।
সকাল ১০. ১০: চেনা ছন্দে সল্টলেক সেক্টর ফাইভ। অফিসমুখো আইটি সেক্টরের কর্মীরা।
সকাল ১০.০০: আসানসোলে জোর করে অটো থেকে নামানো হল যাত্রীদের। দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে অবরোধ। স্বাভাবিক বারাকপুর শিল্পাঞ্চল।
সকাল ৯. ৫০: নদিয়ার নাকাশিপাড়ায় সড়ক অবরোধ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠল স্লোগান। জেলায় জেলায় বচসায় জড়াল পুলিশ-ধর্মঘটীরা। কোচবিহারের রাস্তায় জ্বালানো হল টায়ার।
সকাল ৯. ৪০: অবরুদ্ধ শ্যামবাজার পাঁচ মাথার মোড়। গ্রেপ্তার বেশ কয়েকজন বন্ধ সমর্থনকারী।
সকাল ৯.৩০: কোচবিহারে বাস আটকে বিক্ষোভ, গ্রেপ্তার ৫। মালদহে অবরোধ তুলতে লাঠি নিয়ে তাড়া পুলিশের।
সকাল ৯.২০: পূর্ব বর্ধমানের কার্জন গেট অবরোধ। আটকে উত্তরবঙ্গ পরিবহণ নিগমের বাস। পুলিশের হাতে গোলাপ তুলে দিচ্ছেন বাম ছাত্র-যুবরা। হুগলিতে পুলিশকে চকলেট বিলি করলেন ধর্মঘটীরা।
সকাল ৯.১০: জেলায় জেলায় মিছিল করছে বাম-কংগ্রেস।
সকাল ৯.০০: মধ্যমগ্রামে পুলিশের সঙ্গে বচসা বন্ধ সমর্থনকারীদের।
সকাল ৮. ৫০: বামেদের বন্ধের মিশ্র প্রতিক্রিয়া বীরভূমে। এখনও স্বাভাবিক যান চলাচল। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে মিছিল বামেদের। ক্যানিংয়ে রাস্তায় ক্যারম খেলছেন বনধ সমর্থনকারীরা। পাণ্ডুয়ায় রেল অবরোধ।
সকাল ৮. ৪৫: শিয়ালদহ মেইন শাখার কাঁচরাপাড়ায় অবরোধ। ব্যাহত আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল।
সকাল ৮. ৪০: উত্তরপাড়ার কোতরং ধারসায় জিটি রোড অবরোধ। স্তব্ধ যান চলাচল।
সকাল ৮.৩০: শিয়ালদহ বনগাঁ শাখার বামনগাছি ও বিড়া স্টেশনের মাঝে লাইনে বিক্ষোভ। ব্যাহত ট্রেন চলাচল।
সকাল ৮.২৩: বারাসতের চাঁপাডালি মোড়ে দফায় দফায় বিক্ষোভ বাম ও কংগ্রেসের। স্তব্ধ যান চলাচল। চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা।
সকাল ৮. ১৫: বহরমপুরে সরকারি বাস চললেও রাস্তায় নেই বেসরকারি বাস। স্কুল খোলার দিনেই চরম হয়রানির আশঙ্কা করছেন শিক্ষক, পড়ুয়া, অভিভাবকরা।
সকাল ৮.১০: শুনশান রায়গঞ্জ। দোকান পাট বন্ধ। বাস না চালানোর আবেদন বামেদের। উত্তর ২৪ পরগনার অশোকনগরে রেল অবরোধ।
সকাল ৮.০০: উত্তর কলকাতায় স্বাভাবিক বাস চলাচল। তবে দোকানপাট এখনও বন্ধ।
সকাল ৭. ৩০: বামেদের ১২ ঘণ্টা বনধে শিয়ালদহে এখনও স্বাভাবিক ট্রেন চলাচল। হাজরায় মোতায়েন প্রচুর পুলিশ।
সকাল ৭.১০: যাদবপুরে মিছিলে বাম কর্মী-সমর্থকরা।