shono
Advertisement

‘এত সাহস কার’, বাংলাদেশের ‘বিতর্কিত’নায়িকা পরীমণির পাশে দাঁড়ালেন নচিকেতা

নচিকেতার গানের খুব বড় ফ্যান অভিনেত্রী পরীমণি।
Posted: 01:56 PM Sep 07, 2021Updated: 03:04 PM Sep 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের শুরু থেকেই বিতর্কে থেকেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তবে গত দু’ মাস ধরে পরীমণির জীবনে যেন ঝড়ের দাপটটা একটু বেশিই। কখনও ঢাকা বোটিং ক্লাবে ক্ষমতাশালী ব্যবসায়ীদর দ্বারা নিগৃহীত হওয়া তো কখনও খুনের হুমকি। তার উপর এখন তো মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে প্রায় ২২ দিন জেল হেফাজতে ছিলেন পরীমণি। শুধু তাই নয়, জেল হেফাজতে থাকার সময় সামনে এসেছিল এক পুলিশকর্তার সঙ্গে পরীমণির অন্তরঙ্গ ভিডিও। তবে দমে যাননি পরীমণি। সহ্য করেছেন সব বিতর্ক, তাঁকে ঘিরে চলছে নানা মহলে সমালোচনা। সেই পরীমণির এখন মন খারাপ। বেঁচে থাকার আশাই যেন ছেড়ে দিয়েছেন পরীমণি। আর এমন সময়ে অভিনেত্রী তাঁর ফেসবুকে শেয়ার করলেন নচিকেতা চক্রবর্তীর একটি গান।

Advertisement

পরীমণি সোমবার তাঁর ফেসবুকে শেয়ার করলেন ২০১৭ সালে নচিকেতার গাওয়া ‘এত সাহস কার’ গানটি। গানটি শেয়ার করে পরীমণি লিখলেন, ‘নিজের উপর বিশ্বাস রাখো।’

 

বাংলাদেশেও বেশ জনপ্রিয় নচিকেতা। ওপার বাংলায় তাঁর অনুরাগীর সংখ্যাও প্রচুর। অভিনেত্রী পরীমণিও নচিকেতার গানের খুব বড় ফ্যান। এক সংবাদমাধ্যমকে নচিকেতা জানিয়েছেন, ‘আমার পরীমণিকে ভাল লাগে। ভীষণ সাহসী একটা মেয়ে। স্পষ্ট কথা বলতে ভালবাসে। পরীমণি যেভাবে নিজের দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, তা খুব একটা সহজ নয়।’

[আরও পড়ুন: ‘আমাকে একটু নিরাপত্তা দিতে পারেন?’, Sheikh Hasina’র কাছে কাতর আবেদন Pori Moni’র]

নচিকেতা আরও জানান, ‘পরীমণি আমার গান পছন্দ করেন। আমি তাঁকে অনেক ক্ষেত্রেই অনুপ্রাণিত করেছি, এটা জেনে আমার ভালই লেগেছে।’

অন্যদিকে, মাদক কাণ্ডে জামিনে মুক্ত হওয়ার পরও বাংলাদেশের (Bangladesh) মডেল-অভিনেত্রী পরীমণিকে (Pori Moni) নিয়ে আলোচনা, সমালোচনায় ইতি পড়েনি। তার মাঝেই কাঁপা কাঁপা হাতে লেখা একটি চিঠি ফেসবুকে পোস্ট (Facebook post) করে সেই আলোচনা আরও উসকে দিলেন অভিনেত্রী। তাতে লেখা, ‘চিন্তা কোরো না, শীঘ্রই দেখা হবে।’ চিঠিতে আরও লেখা, তিনি ভাল আছেন। অর্থাৎ যিনি চিঠি পাঠিয়েছেন, তিনি নিজের কুশল সংবাদ জানিয়েছেন।

পরীমণির ফেসবুক পোস্ট।

ফেসবুকে তাঁর পোস্ট করা চিঠি ভাল করে দেখলেই বোঝা যায় প্রেরককে। চিঠির শুরুতে তিনি ‘নানু’ বলে সম্বোধন করেছেন। তারপর তাতে লেখা, ‘আমি ভাল আছি। কোনও চিন্তা করবা না। তোমার সাথে শীঘ্রই দেখা দিব।’ চিঠির নিচে সই করা শামসুল হক গাজির।সম্পর্কে তিনি পরীমণির দাদু। বাংলাদেশের পিরোজপুরে এই দাদুর কাছে ছোট থেকে বড় হয়েছেন পরীমণি। কারণ, একেবারে ছোটবেলাতেই তিনি মা-বাবাকে হারিয়েছিলেন। ফলে দাদু তাঁর কাছে অন্য আবেগ, আদরের মানুষ। আর তিনিও দাদুর খুব প্রিয়। দাদু তাঁকে আদর করে ‘নানু’ বলে ডাকেন। চিঠিতেও তাই সেই সম্বোধন। সাদা পাতায় নীল কালিতে লেখা এই চিঠিটি পোস্ট করে পরীমণি তাই লিখেছেন, ‘একটা চিঠি/ আমার সব শক্তির গল্প/ এখানেই…………’। পরীমণি জানিয়েছেন, ‘এই চিঠিটি আমার জীবনের একটি শক্তি।’

[আরও পড়ুন: ওহ লাভলি! এবার আসছে মদন মিত্রর বায়োপিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement