shono
Advertisement
Alia Bhatt

মাতৃত্ব আগে, '২৬-এই বলিউড থেকে দূরত্ব বাড়াচ্ছেন আলিয়া! রাহার জন্য বড় সিদ্ধান্ত

বছরশেষে বোমা ফাটালেন আলিয়া ভাট!
Published By: Sandipta BhanjaPosted: 06:19 PM Dec 31, 2025Updated: 06:19 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'কাপুর বাড়ির বউমা' বর্তমানে গ্লোবাল স্টার। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’, বললেও অত্যুক্তি হয় না। একের পর এক মেগাবাজেট ছবি থেকে ডাকসাইটে ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। উপরন্তু নিজের পোশাক সংস্থা, সবমিলিয়ে আলিয়া ভাটের বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। শুরুটা হয়েছিল ২০১২ সাল থেকে। তার পর আর ফিরে তাকাতে হয়নি। অন্যতম ‘দামি নায়িকা’ হিসেবে নয় নয় করে তেরোটা বসন্ত কাটিয়ে ফেলেছেন বলিউডে। তবে এবার মেয়ে রাহার জন্য বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া ভাট।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, "কেরিয়ারকে আমি কোনও মাইলফলক হিসেবে ধরি না। আগে যেমনভাবে সিনেমা নির্বাচন করতাম, এখনও তাই করছি, তবে একটু ভিন্ন ধরনের চরিত্রে জোর দিই এখন। রোজ নিজেকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিই। কমফোর্ট জোনে নিজেকে ধরে রাখতে চাই না। তবে আগে যেমনভাবে কাজ করতাম এখন অবশ্যই সেটা সম্ভব হয় না। কারণ এখন আমার সন্তান রয়েছে। তবে এই কাজের এই গতিটা কিন্তু আমি দারুণ উপভোগ করছি। যখন যে সিনেমা করি, তখন নিজেকে সেখানে উৎসর্গ করে দিই। আগে তো একসঙ্গে দু-তিনটে সিনেমার কাজ করতাম। তবে এখন আর মন চায় না।" চলতিবছরেও 'লাভ অ্যান্ড ওয়ার', 'আলফা'-সহ একাধিক ছবির কাজে ব্যস্ত ছিলেন আলিয়া ভাট। তবে এবার থেকে তিনি যে বছরে একটাই সিনেমা করবেন, সেটা স্পষ্ট করে দিলেন।

আসলে মা হওয়ার পর দায়িত্ব বেড়েছে। রাহাই এখন আলিয়ার জীবনের ধ্য়ানজ্ঞান। তাই মেয়ের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতেই যে তাঁর এহেন সিদ্ধান্ত, তা বলাই বাহুল্য। আলিয়ার সংযোজন, "সন্তান হওয়ার পর অ্যাকশন সিনেমায় অভিনয় করে দারুণ লাগল। আমি নিজেও বুঝতে পারলাম যে আমার শরীর এখনও কতটা ফিট। 'আলফা' আমাকে যেভাবে অ্যাকশনের মারপ্যাঁচ দেখানোর সুযোগ দিয়েছে সেটা হলিউডের 'হার্ট অফ স্টোন'ও দেয়নি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেয়ে রাহার জন্য বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া ভাট।
  • 'আগে তো একসঙ্গে দু-তিনটে সিনেমার কাজ করতাম। তবে এখন আর মন চায় না', বলছেন আলিয়া।
Advertisement