সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের ছুটি কাটাতে ব্রাজিল গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী-সন্তান। কে জানত বর্ষবরণের আগেই এভাবে বিপত্তি নেমে আসবে! হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি ফুটবলার রবের্তো কার্লোস। তাঁর অস্ত্রোপচারও হয়েছে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলারের অসুস্থতার খবরে উদ্বিগ্ন ফুটবল মহল। সোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর সুস্থতা কামনা করছেন ভক্তরা।
সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কী হয়েছিল তাঁর? জানা গিয়েছে, পায়ের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান দেশের হয়ে ১২৭টি ম্যাচ খেলা ফুটবলার। এরপর তাঁর পুরো শরীরের এমআরআই হয়। প্রাথমিক রিপোর্টে ধরা পড়ে, হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাঁর। এরপর চূড়ান্ত রিপোর্টে দেখা যায়, তাঁর হার্ট ঠিকমতো কাজ করছে না। চিকিৎসকরা কোনও রকম ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
সেখানে ক্যাথেটার টিউব বসাতে অস্ত্রোপচারও হয় তাঁর। সাধারণত এই ধরনের অস্ত্রোপচারের জন্য সময় লাগে ৪০ মিনিট। কিন্তু কার্লোসের অস্ত্রোপচার শেষ হতে সময় লাগে প্রায় ৩ ঘণ্টা। সেই কারণেই চিন্তা বাড়ে তাঁর পরিবারে। স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পায়ে সামান্য রক্ত জমাট বাঁধার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কার্লোসকে। কিন্তু সমস্যা যে আরও গভীরে, তা বোঝা যায় পুরো শরীর স্ক্যান করার পর।
চিকিৎসকরা জানিয়েছেন, সফল হয়েছে অস্ত্রোপচার। ৫২ বছরের কার্লোস বিপন্মুক্ত। যদিও এখন তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। আগামী ৪৮ ঘণ্টা গুরুত্বপূর্ণ। সেই কারণে তাঁকে হাসপাতালে রাখা হবে। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ফুটবলার হাসপাতাল থেকে ছোট ভিডিও বার্তায় জানিয়েছেন, "আমি এখন ভালো আছি।" কিংবদন্তি ফুল-ব্যাক কার্লোস ১১ বছর রিয়াল মাদ্রিদে ছিলেন। 'সেলেকাও'দের এই নায়ক স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৫২৭ ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯৬ থেকে ২০০৭ সালের মধ্যে চারটি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।
