সুকুমার সরকার, ঢাকা: মহাকাশ গবেষণায় আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দেশের সব টেলিভিশন চ্যানেল এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচার করবে। এর ফলে এখন আর এই কাজে বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে না বাংলাদেশকে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানী ঢাকার বিলাসবহুল হোটেল সোনার গাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রম চালু হয়েছে।
[আরও পড়ুন : নাগরিকপঞ্জি নিয়ে উদ্বিগ্ন ঢাকা, ভারত সফরে আসছেন প্রধানমন্ত্রী হাসিনা]
স্যাটেলাইট সম্প্রচারের উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, ”বাংলাদেশ আজ ডিজিটাল। আমি বাংলা সাহিত্যের ছাত্রী, ‘ডিজিটাল’ শব্দটি সম্পর্কে বিশেষ কিছু আমি জানতাম না। এটা আমাকে দিয়েছিল সজীব ওয়াজেদ জয়। আজ আমি খুবই আনন্দিত যে দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। এতদিন যাঁরা দেশের বাইরে টাকা পাঠাতেন, এখন আপনাদের অনেক টাকা বেঁচে গেলো। আশা করি, ইলেকট্রনিক সম্প্রচার মাধ্যমগুলোর আরও অনেক বাধা দূর হবে। পরনির্ভরশীলতা থাকবে না। আমরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেলাম।” প্রধানমন্ত্রী আরও বলেন, ”আমরা আশপাশের দেশগুলোর কাছেও প্রস্তাব দিয়েছি। তারাও চাইলে ভাড়া নিতে পারবে এর ট্রান্সপন্ডার। এখান থেকে আমরাও অর্থ উপার্জন করতে পারব।”
এই স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে অনেক সহজে বার্তা পৌঁছাবে। উৎক্ষেপণের দেড় বছর পর আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে-১ এর বাণিজ্যিক কার্যক্রম। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড জানিয়েছে, স্যাটেলাইটটি ব্যবহারের ফলে বছরে আয় হবে প্রায় ১০০ কোটি টাকা। গত ২০১৮ সালের ১১ মে মহাকাশে উৎক্ষেপণের প্রায় ছ মাস পর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর দায়িত্ব বুঝে নেয় বাংলাদেশে স্যাটেলাইট কোম্পানি লিমিটেড – বিসিএসসিএল। ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ সরাসরি সম্প্রচারের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় বুধবার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন ও পরীক্ষানিরীক্ষার কাজ সম্পন্ন করেছে দেশি চ্যানেলগুলো। দেশীয় চ্যানেলগুলোর জন্য প্রতি মাসে স্যাটেলাইটের ভাড়া ২৮১৭ ডলার নির্ধারণ করেছে বিসিএসসিএল। যদিও আয় বাড়াতে ফিলিপিন্স, নেপাল-সহ কাভারেজ পায় এমন দেশগুলোকে স্যাটেলাইট ব্যবহারে আগ্রহী করতে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এছাড়া মধ্যপ্রাচ্য-সহ কভারেজ কম পায়, এমন দেশগুলোতে বিদেশি স্যাটেলাইটের মাধ্যমে দেশীয় চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করবে বিসিএসসিএল।
[আরও পড়ুন : রপ্তানি বন্ধ করেছে ভারত, পেঁয়াজের ঝাঁজে চোখে জল বাংলাদেশবাসীর]
The post নিজস্ব স্যাটেলাইটে সম্প্রচার শুরু বাংলাদেশ টেলিভিশনের, কমল ব্যয়ভার appeared first on Sangbad Pratidin.