সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পুলিশি জালে বাংলাদেশের জাতীয় ক্রিকেটার। রুবেল হোসেন, শাহাদাত হোসেনের পর এবার আরাফত সানি। নিজের প্রেমিকার অশালীন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে রবিবার তাকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঢাকার আমিনবাজার এলাকায়। পুলিশ জানিয়েছে, সানির দীর্ঘদিনের প্রেমিকা দু’সপ্তাহ আগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর আমিনবাজারের বাড়িতে হানা দিয়ে রবিবার তিরিশ বর্ষীয় এই বাঁ-হাতি স্পিনারকে গ্রেফতার করে পুলিশ।
(চোট সারিয়ে মালয়েশিয়া মাস্টার্সে চ্যাম্পিয়ন সাইনা)
স্থানীয় পুলিশ আধিকারিক জামালউদ্দিন মীর জানিয়েছেন, ওই মহিলার অভিযোগ করেন, সানি তাঁর নামে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল বানায় এবং কিছু অশালীন ছবি পোস্ট করে। সানিকে গ্রেপ্তার করে পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। দোষী প্রমাণিত হলে সানির ১৪ বছর পর্যন্ত জেল এবং বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকা জরিমানা হতে পারে বলে জানা গিয়েছে। গোটা বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এক্সেকিউটিভ নিজামউদ্দিন চৌধুরি। সানি বাংলাদেশের হয়ে ১৬টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন। ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২টি উইকেট পেয়েছেন তিনি। তবে শাস্তির খাঁড়া আগেও নেমেছিল তার উপর। গত বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তাকে সাসপেন্ড করা হয়। প্রসঙ্গত, ২০১৫ সালে অভিনেত্রী হ্যাপিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন বাংলাদেশের ফাস্ট বোলার রুবেল হোসেন। যদিও পরে ওই অভিনেত্রী রুবেলের উপর থেকে অভিযোগ তুলে নেন। একইসঙ্গে নিজের ১১ বছরের পরিচারিকাকে নিগ্রহের অভিযোগে দু’মাস হাজতবাস হয় আরেক বাংলাদেশি ফাস্ট বোলার শাহাদাত হোসেনের।
(জানেন, কার খেলা দেখতে সব কাজ ছাড়তে রাজি সৌরভ?)
The post প্রেমিকার অশালীন ছবি পোস্ট করে গ্রেপ্তার বাংলাদেশি ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.