সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ (Bangladesh) । প্রতিবাদ করতে গিয়ে ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে। কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। শুধু হাসপাতাল ও জরুরি পরিষেবা ছাড় দেওয়া হয়েছে। দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে মুখ খুলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তামিম ইকবাল থেকে দেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত- রক্তপাত রোখার বার্তা দিয়েছেন সকলেই।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষণ বাতিলের দাবিতে উত্তাল বাংলাদেশ (Bangladesh)। আন্দোলনে শামিল হাজার হাজার শিক্ষার্থী। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলিগের সদস্যরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আতঙ্কে হস্টেল ছাড়তে শুরু করেছেন পড়ুয়ারা। এই পরিস্থিতিতে বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছে নয়াদিল্লি। যেকোনও সাহায্যের জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।’ ভারতীয়দের জন্য এমারজেন্সি নম্বরও চালু করা হয়েছে।
[আরও পড়ুন: কলকাতা লিগে প্রথম জয়, পিয়ারলেসকে হারিয়ে তিন পয়েন্ট মোহনবাগানের]
এহেন পরিস্থিতিতে মুখ খুলেছেন সেদেশের তারকা ক্রিকেটাররা। ফেসবুকে তামিল ইকবাল লেখেন, "দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।" উল্লেখ্য, বড় ভাইয়ের অসুস্থতার কারণে আপাতত বাংলাদেশের বাইরে রয়েছেন সেদেশের তারকা ক্রিকেটার।
টি-২০ বিশ্বকাপে টাইগার বাহিনীর নেতা নাজমুল হোসেন শান্ত ফেসবুকে লেখেন, "শিক্ষাঙ্গনে চাই না সংঘাত আর যেন না হয় রক্তপাত। কোনও মৃত্যুই কাম্য নয়, যে কোন উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।" তাসকিন আহমেদের কথায়, "শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃদপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই!" শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিয়েছেন মুশফিকুর রহিমও। তবে মাগুরা-১ কেন্দ্রের সাংসদ, তারকা ক্রিকেটার শাকিব আল হাসান এখনও নীরব।