shono
Advertisement

পুজোয় স্বাদের ইলিশে টান! রপ্তানিতে রাশ টানল বাংলাদেশ

৩০ শে অক্টোবর পর্যন্ত কলকাতায় চলবে ইলিশ রপ্তানি৷
Posted: 10:50 AM Sep 21, 2023Updated: 11:00 AM Sep 21, 2023

সুকুমার সরকার: পুজোয় স্বাদের ইলিশে টান! আশা জাগিয়ে ভারতে রপ্তানিতে রাশ টানল বাংলাদেশ। দুর্গাপুজোয় ৫ হাজার নয়, কলকাতায় আসবে ৩ হাজার ৯৫০ টন ইলিশ বলে খবর। ফলে বাজারে রুপোলি শস্যের দাম যে বেশ চওড়া হবে তা বলাইবাহুল্য। 

Advertisement

এর আগে খবর ছিল, কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে মান্যতা দিয়ে বাংলাদেশ থেকে পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে মন্ত্রকের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছিলেন। কিন্তু বুধবার জানা যায়, এবার দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ থেকে তিন হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। বুধবার বাণিজ্য মন্ত্রকের এক বিজ্ঞপ্তি জারি করে ইলিশ রপ্তানিতে অনুমোদন দেয়। সেখানে বলা হয়েছে, মোট ৭৯টি প্রতিষ্ঠানের অনূকুলে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হল।

[আরও পড়ুন: ভোটমুখী বাংলাদেশে চড়ছে পারদ, হাসিনা সরকার পতনের লক্ষ্যে কর্মসূচি বিএনপির]

দুর্গাপুজোর কথা মাথায় রেখে ১ সেপ্টেম্বর কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতায় বাংলাদেশ ডেপুটি-হাইকমিশনে এক আবেদনে পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানায়। ৪ সেপ্টেম্বর সেই আবেদন ঢাকায় বাণিজ্য মন্ত্রকে পৌঁছয়। গত বছর পুজোর সময় ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে রপ্তানি হয় ১ হাজার ৩০০ টন। আগের বছরগুলোতেও একই পরিস্থিতি হয়েছিল। অনুমোদনের তুলনায় রপ্তানির পরিমাণ ছিল ৩০ থেকে ৪০ শতাংশ কম। রপ্তানি শাখার একজন ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, দুর্গাপুজো উপলক্ষ্যে ভারতে এবারও ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। গতবার যে সব প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকে নির্ধারিত পরিমাণ মাছ রপ্তানি করতে পারেননি। অনেকে একেবারেই রপ্তানি করতে পারেননি। 

এবছর ৩০ শে অক্টোবর পর্যন্ত কলকাতায় চলবে ইলিশ রপ্তানি৷ বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে পেট্রাপোল বন্দরে পদ্মার ইলিশ এসে পৌঁছনোর কথা ৷ প্রসঙ্গত প্রতিবছর দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার কয়েকটন ইলিশ এদেশে রপ্তানি করে ৷ ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি বন্ধ থাকলেও ২০১৯ থেকে ভারতে আবার ইলিশ রপ্তানি শুরু হয়।

[আরও পড়ুন: আড়াই কেজির ইলিশের দাম প্রায় ১৩ হাজার টাকা! বিপুল লক্ষ্মীলাভ মৎস্যজীবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement