সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠক বিদেশমন্ত্রী এস জয়শংকরের। জানা গিয়েছে, দুজনের আলোচনায় তিস্তা প্রকল্পের পাশাপাশি ঢাকায় পণ্য রপ্তানির বিষয়টিও উঠে আসে। বৃহস্পতিবার থেকে রাজধানীর বুকে শুরু হয়েছে 'বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন' বা বিম্সটেক জোটের সম্মেলন। সেখানে যোগ দিতেই ভারতে এসেছেন হাসান মাহমুদ।
চব্বিশের নির্বাচনে জয়লাভ করে তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে মোদি সরকার। বরাবরের মতো এবারেও বিদেশনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রতিবেশি দেশগুলোকে। যার মধ্যে বাংলাদেশ অন্যতম। মাত্র ১০ দিনের ব্যবধানে দুবার ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠকেও উঠে এসেছিল ব্যবসা-বাণিজ্য, তিস্তা-সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। এদিন দুই বিদেশমন্ত্রীও আলোচনাতেও উঠে আসে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
সূত্রের খবর, বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের রপ্তানি যাতে কোনওভাবে বাধাপ্রাপ্ত না হয় তা নিয়ে জয়শংকরের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন হাসান মাহমুদ। কারণ এই মুহূর্তে পিঁয়াজ, কাঁচালঙ্কা, চিনির মতো প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। বাজারে গিয়ে রীতিমত হাত পুড়ছে সাধারণ মানুষের। ফলে দিল্লি থেকে যদি এসব পণ্য ঠিকমতো রপ্তানি না হয় তাহলে আরও চাপ বাড়বে হাসিনা সরকারের।
[আরও পড়ুন: মাদক পাচারের চেষ্টা! হাতেনাতে গ্রেপ্তার ‘খালিস্তানি’ সাংসদ অমৃতপাল সিংয়ের ভাই]
এছাড়া ভারত-বাংলাদেশের মধ্যে বহুদিন ধরে আলোচনার অন্যতম বিষয়বস্তু হচ্ছে তিস্তা প্রকল্প। যাতে বিনিয়োগ করতে আগ্রহী চিনও। হাসিনার ভারত সফরে স্থির হয়েছিল, বাংলাদেশের দিকে তিস্তায় জলসঞ্চয়ের জন্য একটি মহাপ্রকল্পে সহায়তা করবে ভারত। তার জন্য শীঘ্রই ঢাকায় পাঠানো হবে কারিগরি প্রতিনিধি দল। হাসানের সঙ্গে বৈঠকে সেই দল দ্রুত পাঠানো নিয়ে আলোচনা করেছেন জয়শংকর। শুধু তাই নয়, ব্রিকস জোটের সদস্যপদ পেতে চায় বাংলাদেশ। তার জন্য ভারতের সমর্থন চেয়েছেন হাসান মাহমুদ।
বলে রাখা ভালো, বঙ্গোপসাগর সংলগ্ন ৭টি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট হল বিম্সটেক। যার মধ্যে রয়েছে, ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, তাইল্যান্ড। এই জোটের মূল লক্ষ্য হল, সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সংযোগ গঠন করা। ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, কৃষি উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা-সহ নানা ক্ষেত্র বিম্সটেকের আওতাভুক্ত। ১১ থেকে ১২ জুলাই পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এই জোটের সম্মেলন।