সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ল বাংলাদেশ (Bangladesh)। নেপিয়ারে একাধিক রেকর্ড তৈরি হল। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে জিতল বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফয়সলা আগেই হয়ে গিয়েছিল। নেপিয়ারের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার। কিন্তু সেই ম্যাচেই বাংলাদেশ অন্য মেজাজে ধরা দিল। একের পর এক রেকর্ড তৈরি হল। শেষমেশ কিউয়িদের হারিয়ে বাংলাদেশ সিরিজ ২-১ করল।
[আরও পড়ুন: গোল করতে না পারলেও, পরপর চার ম্যাচে ক্লিনশিট! ওড়িশার বিরুদ্ধে ড্র করল ইস্টবেঙ্গল]
টস জিতে নিউজিল্যান্ডকে (New Zealand) প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ৩১.৪ ওভারে ৯৮ রানে ভেঙে পড়ে কিউয়িরা। বাংলাদেশের পেসাররা আগুন জ্বালান। শরিফুল ইসলাম, তানজিম হাসান ও সৌম্য সরকার তিনটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২০৯ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। ১৯-তম ম্যাচে এসে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডেতে হারাল বাংলাদেশ।
বাংলাদেশের বিরুদ্ধে কিউয়িদের এটাই সর্বনিম্ন স্কোর। ২০১৩ সালে মীরপুরে ১৬২ রান করেছিল কিউয়িরা। সেটাই এতদিন ছিল নিউজিল্যান্ডের সর্বনিম্ন রান। নিউজিল্যান্ডের কেবল চার জন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার ৪ রানে অবসৃত হন। আরেক ওপেনার আনামুল হক ৩৭ রানে আউট হন। নাজমুল হোসেন শান্ত ৫১ রানে নট আউট থেকে ম্যাচ জেতান বাংলাদেশকে।
[আরও পড়ুন: মুম্বই ছাড়া আর কোন দলকে নেতৃত্ব দিতে চান? রোহিতের পুরনো ভিডিও ফের ভাইরাল]