shono
Advertisement

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহীতে হবে বাংলাদেশ-ভারত কালচারাল মিট

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৬০ জনের ভারীয় প্রতিনিধি দল।
Posted: 03:25 PM Feb 08, 2022Updated: 03:25 PM Feb 08, 2022

সুকুমার সরকার, ঢাকা: মুজিব শতবর্ষে বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে এবার রাজশাহীতে হবে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’। এমনটাই জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আওয়ামি লিগের সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

Advertisement

[আরও পড়ুন: চিনা ঋণের ফাঁদে বাংলাদেশ! কী প্রতিক্রিয়া বিদেশমন্ত্রী আবদুল মোমেনে]

সোমবার নগর ভবনের গ্রিন প্লাজায় এক অনুষ্ঠান সম্মেলনের প্রস্তুতি কমিটির সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, প্রস্তুতি কমিটির আহ্বায়ক মেয়র লিটন, পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নান, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল কুদ্দুস, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবদুল আজিজ।

সভায় এদিনের সভায় মেয়র লিটন জানান, ২৫ ফেব্রুয়ারি ভারত থেকে ৬০ জনের মতো প্রতিনিধি আসবেন। তার মধ্যে চারজন প্রাদেশিক মন্ত্রী থাকবেন, সাংস্কৃতিক দল ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা থাকবেন। ২৬ ফেব্রুয়ারি সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণের মাধ্যমে উৎসব শুরু হবে। বিকেলে ঐতিহাসিক রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে অনুষ্ঠানটি তিন পর্বে ভাগ করা হয়েছে। প্রথমে আমন্ত্রিত গুরুত্বপূর্ণ অতিথিরা দুই দেশের সম্প্রীতির ব্যাপারে বক্তব্য দেবেন। সেখানে ব্যবসায়িক ব্যাপারেও আলোকপাত করা হবে। এরপর বাংলাদেশ ও ভারতের তারকাশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল অপরিসীম। বঙ্গবন্ধু মুজিবর রহমানের হত্যার পর মৌলবাদী শক্তির উত্থান প খালেদা জিয়ার আমলে সেই সম্পর্কে কিছুটা ভাটা পড়লেও প্রধানমন্ত্রী হাসিনার আমলে অত্যন্ত মজবুত সম্পর্ক তৈরি হয়েছে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে। গতবছর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর সেই সম্পর্ককে নতুন দিশা প্রদান করে।

[আরও পড়ুন: প্রতিবেশী প্রথম নীতিতে জোর, বাংলাদেশে সরাসরি কয়লা রপ্তানি করতে চায় ‘কোল ইন্ডিয়া’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement