shono
Advertisement
Bangladesh

'বাংলাদেশে ইসলামি সন্ত্রাস', মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে চটে লাল ঢাকা

তুলসির মন্তব্যকে 'ভিত্তিহীন' ও 'বিভ্রান্তিকর' বলে পালটা তোপ ঢাকার।
Published By: Amit Kumar DasPosted: 11:03 AM Mar 18, 2025Updated: 11:17 AM Mar 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সফরে এসে বাংলাদেশে ইসলামি সন্ত্রাস ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তাঁর মন্তব্যে এবার তেলে বেগুনে জ্বলে উঠল ঢাকা। সোমবার রাতেই এই ইস্যুতে পালটা বিবৃতি দিল ইউনুস সরকার। যেখানে তুলসির মন্তব্যকে 'ভিত্তিহীন' ও 'বিভ্রান্তিকর' বলে পালটা তোপ দাগা হয়েছে।

Advertisement

আড়াই দিনের ভারতে সফরে এসেছেন তুলসী। সোমবার এনডিটিভির সাক্ষাৎকারে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে নির্যাতন, খুনের ঘটনা দুর্ভাগ্যজনক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে চিন্তিত প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন সরকার।” মার্কিন গোয়েন্দা প্রধান জানান, বাংলাদেশের তত্ত্ববধায়ক সরকারের সঙ্গে কথা শুরু হয়েছে ট্রাম্পের মন্ত্রীদের। সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিবেশী দেশে ইসলামিক মৌলবাদের উত্থান প্রসঙ্গে তিনি বলেন, “ইসলামপন্থী সন্ত্রাসবাদীদের হুমকি এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিশ্বব্যাপী কার্যকলাপ একটিই আদর্শ এবং লক্ষ্যের দিকে পরিচালিত। তা হল ইসলামিক খিলাফত।” এর পরেই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ইসলামিক মৌলবাদীদের চিহ্নিত করে তাদের বিচুর্ণ করতে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প।

তুলসির সেই মন্তব্যের পর সোমবারই পালটা বিবৃতি দেওয়া হয় ইউনুস সরকারের তরফে। যেখানে বলা হয়েছে, "অত্যন্ত উদ্বেগ ও দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, মার্কিন ডিএনআই প্রধান বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। তাঁর মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামের জন্য ক্ষতিকর।" পাশাপাশি আরও জানানো হয়েছে, ''বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য পরিচিত। চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি করেছে অর্জন করেছে। উনি যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে নির্দিষ্ট কোনও গ্রহণযোগ্য প্রমাণ নেই, বরং এটি একটি সার্বভৌম রাষ্ট্রকে অন্যায়ভাবে ভুলভাবে উপস্থাপন করছে। বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার বিরুদ্ধে লড়াই করছে। আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সংস্কার ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এসব চ্যালেঞ্জে মোকাবিলা করছি আমরা।'

তবে মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্য ঢাকার তরফে খারিজ করা হলেও বাস্তব কিন্তু অন্য কথা বলছে। গত বছর জুলাই বিপ্লবের পর বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা লাগামছাড়া আকার নিয়েছে। হাজার হাজার হিন্দু মন্দিরে হামলার পাশাপাশি বেছে বেছে সংখ্যালঘুদের হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পরও পরিস্থিতিতে বদল আসেনি। বরং উগ্র মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে আরও বেশি করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত সফরে এসে বাংলাদেশে ইসলামি সন্ত্রাস ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড।
  • তুলসীর মন্তব্যে এবার তেলে বেগুনে জ্বলে উঠল ঢাকা।
  • সোমবার রাতেই এই ইস্যুতে পালটা বিবৃতি দিল ইউনুস সরকার।
Advertisement