shono
Advertisement

এরশাদের জাতীয় পার্টি দ্বিখণ্ডিত, ভাগ করে নিলেন ভাই ও স্ত্রী

মুজিব হত্যার চক্রীদের অন্যতম নাম এরশাদ।
Posted: 01:44 PM Aug 23, 2023Updated: 01:54 PM Aug 23, 2023

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের প্রাক্তন সেনাশাসক হুসেন মহম্মদ এরশাদের জাতীয় পার্টি দ্বিখণ্ডিত। ভাগ করে নিলেন স্ত্রী ও ভাই। এরশাদের মৃত্যুর পর দলের বটোয়ারা নিয়ে জল্পনা তৈরি হলেও মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করা হয়।

Advertisement

দ্বিখণ্ডিত জাতীয় পার্টির এক অংশের হাল ধরলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল হুসেন মহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। অন্য অংশের শীর্ষ পদে থাকছেন তাঁর ছোট ভাই জি এম কাদের। এবার রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণা সম্পর্কিত তাঁর সই করা এক বিজ্ঞপ্তি মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো হয়। রওশন এরশাদের এই ঘোষণাকে হাস্যকর বলে উল্লেখ করেছেন তাঁর দেওর জি এম কাদের।

[আরও পড়ুন: সাগরে ‘লাল আতঙ্ক’, বাংলাদেশকে পাশে চায় আমেরিকা]

উল্লেখ্য, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ষড়যন্ত্রে পর্যায়ক্রমে ক্ষমতায় বসেন খন্দকার মুশতাক আহমদ, জেনারেল জিয়াউর রহমান ও জেনারেল হুসেন মুহম্মদ এরশাদ। জিয়া ও এরশাদ সেনাপ্রধান থাকা অবস্থায় নিজেদের রাষ্ট্রপতি ঘোষণা করে পরে রাজনৈতিক দল গড়েন। এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এখন ভারত সফরে রয়েছেন। এই সময় রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করায় দু’ভাগ হয়ে গেল জাপা। গত দু’টি জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার বিএনপি অংশ না নেওয়ায় জাতীয় পার্টি সংসদে বিরোধীদলে রয়েছে। দলের নিয়ন্ত্রণ নিয়ে কাদের ও তাঁর বৌদির মধ্যে বিরোধ চলছে অনেক দিন ধরেই।

সংবাদমাধ্যমে পাঠানো রওশন এরশাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’ এই বিজ্ঞপ্তিতে তিনি দলের প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে সই করেছেন। বেগম রওশন এরশাদ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার দাবি করে গোলাম মহম্মদ (জি এম) কাদেরকে সরিয়ে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন তিনি। তবে বিষয়টিকে ‘হাস্যকর’ হিসেবে আখ্যায়িত করেছেন জি এম কাদের।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে জাতীয় নির্বাচন এলেই এরশাদের জাতীয় পার্টিতে চাপানউতোর শুরু হয়। এরশাদের জীবদ্দশাতেও তা হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব মহম্মদ মুজিবুল হক (চুন্নু) সংবাদমাধ্যমে বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।” এদিকে, ভারত সফর শেষে কাল বুধবার জি এম কাদেরের দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, তাঁদের দলে বিভক্তি আনার জন্য কোনও মহল এ ধরণের তৎপরতা চালাচ্ছে।

নির্বাচন যত এগিয়ে আসছে, জাতীয় পার্টিতে দুই শীর্ষ নেতার বিরোধ তত বাড়ছে। আওয়ামি লিগ সরকারের সঙ্গে রওশন এরশাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে জাতীয় পার্টির ভিতরে নানা আলোচনা রয়েছে। আর জি এম কাদের বেশ কিছুদিন ধরে সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়ে আসছেন। জি এম কাদের ভারত সফরে যান ২০ আগস্ট। এর আগের দিন ১৯ আগস্ট রওশন এরশাদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর রওশন এরশাদ বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেন। এর তিনদিনের মাথায় রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার কথা জানান।

[আরও পড়ুন: নজরে ‘ভোটসন্ত্রাস’ ও ‘মানবাধিকার’, মার্কিন সাঁড়াশি চাপে বাংলাদেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement