সুকুমার সরকার, ঢাকা: শিশুকে খুনের পর ধর্ষণের মতো চাঞ্চল্যকর অভিযোগ। বাংলাদেশের (Bangladesh) নোয়াখালি জেলায় পাঁচ বছরের এক শিশুকন্যাকে হত্যার পর ধর্ষণ করা হয়েছে। মানিকগঞ্জ জেলায় বিশেষচাহিদাসম্পন্ন ১২ বছরের এক শিশুকে ধর্ষণের (Rape) শিকার হয়েছে বলে খবর। একই সময়ের মধ্যে এই দেশ থেকে আরও বেশ কিছু ধর্ষণের খবর মিলেছে। নরসিংদী জেলায় ২২ বছরের এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে দু’দিন আটক রেখে ধর্ষণ করার মতো গুরুতর অভিযোগে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। এছাড়া ঢাকার দোহারে প্রেমের ফাঁদে ফেলে বছর পনেরোর এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
রবিবার নোয়াখালি (Noakhali)জেলার চাটখিল উপজেলায় নিখোঁজের দশদিন পর সেফটি ট্যাংক থেকে এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে তুলে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছিল বলে জানায় ধর্ষক। শনিবার রাত ১২টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের কালা পাটোয়ারী বাড়ির ইব্রাহিম মিয়ার সেফটি ট্যাংকের ভিতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে চাটখিল থানার পুলিশ।
এই ঘটনায় শিশুর কাকাতো দাদা শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। অভিযোগনামার সূত্র ধরে পুলিশ শনিবার শাহাদাত হোসেনকে বাড়ি থেকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, ৫ বছরের মেয়েকে তুলে কক্ষে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে তার ব্যাপক রক্তপাত হয়। এরপর জানাজানির ভয়ে তাকে হত্যা করে পলিথিনে মুড়িয়ে রাতে একটি সেফটিক ট্যাংকে ফেলে রেখেছে।
[আরও পড়ুন: ‘মৃত্যুশয্যায় স্ত্রী’, ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট দিয়ে এসটিএফের স্ক্যানারে ওড়িশার পাচারকারী]
এদিকে, মানসিকভাবে বিশেষচাহিদা সম্পন্ন ১২ বছরের এক শিশুকে ধর্ষণ কাণ্ডে মসজিদের ইমাম ডেকে সালিশে ধর্ষণের শাস্তি হিসেবে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই কাণ্ড ঢাকার অদূরে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামে। অভিযুক্ত আবদুল মজিদ ৬০ হাজার টাকা জরিমানা ধর্ষণের অভিযোগ থেকে রেহাই পেয়েছে। পাশবিক নির্যাতনের শিকার ওই শিশুটির মা জানান, তার স্বামী বিদেশে থাকেন। ১৫ দিন আগে প্রতিবেশী আবদুল মজিদ তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। বুদ্ধি কম থাকায় তার মেয়ে বাড়িতে আসার আগেই ঘটনাটি অনেকের কাছে বলে দেয়। এরপর উপযুক্ত বিচারের কথা বলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা গ্রাম্য সালিশ বসিয়ে লোক বিচার করে। ওই সালিশে ভুক্তভোগী ও তার মাকে ডাকা হয়নি। নেওয়া হয়নি কোনও জবানবন্দি। শিশুটির মা বলেন, ‘‘শুনেছি দোষ স্বীকার করায় মজিদের ৬০ হাজার টাকা জরিমানা হয়েছে। তবে ওই জরিমানার টাকা কোথায় আছে জানি না।’’
নরসিংদী জেলায় ২২ বছরের এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে দু’দিন আটক রেখে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। শনিবার ওই কিশোরী নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবে হাজির হয়ে তার সাথে ঘটে যাওয়া কাণ্ড সেখানকার সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এরপর মামলা দায়ের করার জন্য ওই কিশোরীকে থানায় পাঠানো হয়।ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে শহরের পশ্চিম কান্দাপাড়ার আল আমিন এবং আরও দু’জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
[আরও পড়ুন: হনুমানকে রোজ খাবার দিতেন বৃদ্ধা, অসুস্থ হওয়ার পর মানুষের মতোই সেবা করছে না-মানুষ!]
অপরদিকে ঢাকার দোহারে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতা কিশোরী রবিবার এ বিষয়ে দোহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার অন্যতম আসামি আবু কালামকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।