shono
Advertisement

Breaking News

ঐতিহ্য ফেরাতে পুতুলনাচ শিল্পীদের ভাতা দেওয়ার উদ্যোগ হাসিনা সরকারের

নতুন প্রজন্মের কাছে পুতুলনাচ এখন শুধুই গল্প। The post ঐতিহ্য ফেরাতে পুতুলনাচ শিল্পীদের ভাতা দেওয়ার উদ্যোগ হাসিনা সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:24 PM Oct 26, 2018Updated: 04:24 PM Oct 26, 2018

সুকুমার সরকার, ঢাকা: পুতুল নেবে গো পুতুল’ সেই ছয়ের দশকের সিনেমার গানের রেশ আজও আমবাঙালির মনের গভীরে গেঁথে রয়েছে৷ এক সময় গ্রাম-বাংলায় নানা উৎসব-পার্বণে জাঁকিয়ে বসা পুতুলনাচ বিলুপ্তপ্রায়৷ বাংলার প্রাচীন এই সংস্কৃতিকে বাঁচাতে এবার উদ্যোগ নিল শেখ হাসিনার বাংলাদেশ সরকার৷

Advertisement

[হাসপাতালে বিশ্বের ‘সবচেয়ে লম্বা’ মানুষ, চিকিৎসার ব্যয় বহন করবেন হাসিনা]

বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য পুতুল। সুর ও ছন্দের তালে তালে নাচ, সঙ্গে পৌরাণিক গল্প৷ হাসি-কান্না, আবার কখনও পুতুলের তালে তালে দর্শকদের নাচ৷ বাংলার লোকনাট্যের প্রাচীন মাধ্যমের অন্যতম এই পুতুলনাচ। গ্রাম-বাংলার হাজারো পার্বণ, উৎসবে পুতুলনাচের আয়োজন এখন আর তেমন চোখে পড়ে না। বাঙালি সংস্কৃতিতে পুতুলনাচ এমনভাবে জড়িয়ে ছিল যে, শুধু লোকনাট্য নয়, গীতিকার ও কবিরা পুতুলনাচকে নিয়ে বহু গান, কবিতা রচনা করতেন। মধ্যযুগের অনেক কাব্যে পুতুল, পুতুলনাচ, পুতুলনাচকার, বাজিকর, সূত্রধর ইত্যাদির উল্লেখ পাওয়া যায়। অনেকেই পুতুলনাচকে নিতেন পেশা হিসেবে। কিন্তু সময় ও সংস্কৃতির পরিবর্তন, প্রযুক্তিগত উন্নয়নের ফলে শত বছরের ঐতিহ্য এখন বিলুপ্তপ্রায়। নতুন প্রজন্মের অনেকের কাছে পুতুলনাচ এখন গল্প।

[ভারতের উদ্যোগে মাথা গোঁজার ছাদ পাচ্ছে ঘরছাড়া রোহিঙ্গারা]

কিন্তু, বাংলার এই ঐতিহ্য ফেরাতে এবার উদ্যোগ নিল বাংলাদেশ সরকার৷ বিলুপ্তপ্রায় এই সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ৷ এ জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রক সম্প্রতি ‘পুতুলনাট্য শিল্প উন্নয়ন নীতিমালা-২০১৮’ ঘোষণা করেছে। হারিয়ে যাওয়া পুতুলনাট্য চর্চার সার্বিক মানোন্নয়ন ও দেশব্যাপী এর বিকাশ ও প্রসারই নীতিমালার মূল লক্ষ্য। নীতিমালায় বলা হয়েছে, পুতুলনাচ শিল্প বাঁচিয়ে রাখার জন্য সরকারি পর্যায়ে অনুদান, প্রশিক্ষণ, পরিকাঠামো নির্মাণ-সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে৷ এখন থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কল্যাণমুখী নানা প্রচার কার্যক্রমে ব্যবহার করা হবে পুতুলনাচ৷

[মাসুদা ভাট্টি মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার মইনুল হোসেন]

দেশের বিভিন্ন জনগোষ্ঠীর সচেতন করার কাজেও পুতুলনাচ ব্যবহার করা হবে৷ প্রতিবছর কয়েকটি পুতুলনাচ দলকে সরকারি অনুদান দেওয়া হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে৷ এছাড়া কমিটির সুপারিশের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক প্রবীণ ও দুঃস্থ পুতুলনাচ শিল্পীকে অনুদান বা ভাতা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, পুতুলনাচ শিল্পকে বাঁচিয়ে রাখা ও ভবিষ্যৎ প্রজন্মকে এ শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া মূল লক্ষ্য সরকারের৷

The post ঐতিহ্য ফেরাতে পুতুলনাচ শিল্পীদের ভাতা দেওয়ার উদ্যোগ হাসিনা সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার