সুকুমার সরকার, ঢাকা: বাঙালির আবেগ ভাষা আন্দোলন। ১৯৫২ সালের এই আবেগের পথ বেয়েই ১৯৭১ সালে এসেছিল স্বাধীন বাংলাদেশ। তাই একুশকে নিয়ে বাঙালির মাতামাতি থাকবেই। সোমবার রাত ১২টা বাজলেই শুরু ভাষাদিবস দিবস। ভাষাদিবসকে কেন্দ্র করে সেজে উঠেছে সারা বাংলাদেশ।
মাধ্যমিকের আগে এই বিষয়গুলিতেই পড়ুয়াদের সতর্ক করলেন পর্ষদ সভাপতি
সোমবার রাত ১২টা ১ মিনিট হলেই বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এবার প্রথম প্রহরেই বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রদ্ধা জানাবেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার ঢাকা এসেছেন নরওয়ের মন্ত্রী বরজ ব্রেনডে। মধ্যরাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
ফের মালদা থেকে উদ্ধার ২০০০ টাকার জাল নোট, গ্রেপ্তার ১
এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া মিডিয়াকে জানিয়েছেন, শহীদমিনার ঘিরে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। মোতায়েন থাকবে ৮০০০ পুলিশ সদস্য। অনেকে সাদা পোশাকেও পাহাড়া দেবেন। শহীদ মিনারে প্রবেশের গেটে তল্লাশি থাকবে। এদিন ঢাকায় ১৫ দেশের ভাষায় ভিনদেশিরা গেয়ে ওঠেন একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। এমনই নানা আয়োজনের মধ্য দিয়ে ‘লার্ন বাংলা’ স্মরণ করে ভাষা শহীদদের। গুলশানের লেকব্রিজ হোটেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আয়োজন করে প্রতিষ্ঠানটি।
শ্মশানে নিয়ে যাওয়ার পথে উঠে বসল ‘মৃত’ ছেলে