shono
Advertisement

সংক্রমণ বাড়লেও ইদ উপলক্ষে বিধিনিষেধ শিথিল করল বাংলাদেশ

বাংলাদেশে আতঙ্ক তৈরি করেছে করোনার ডেল্টা স্ট্রেন।
Posted: 04:25 PM Jul 13, 2021Updated: 04:25 PM Jul 13, 2021

সুকুমার সরকার. ঢাকা: বাংলাদেশে (Bangladesh) আতঙ্ক তৈরি করেছে করোনার ডেল্টা স্ট্রেন। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে কড়া লকডাউন। তবে ইদ উপলক্ষে এবার বিধিনিষেধ কিছুটা শিথিল করল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন।

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানে তৈরি হল মালালা বিরোধী তথ্যচিত্র, নোবেলজয়ী তরুণীকে ‘ইসলাম বিরোধী’ বলে তোপ]

প্রশাসন জানিয়েছে, আগামী ২১ জুলাই ইদ উপলক্ষে বৃহস্পতিবার বা ১৫ জুলাই থেকে বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে যান চলাচল শুরু করা হবে। বাস, ট্রেন, লঞ্চ অর্ধেক আসন ফাঁকা রেখে পরিষেবা হবে। ট্রেনের টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনও টিকেট বিক্রি হবে না। সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এই তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আগামী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকতে পারে শপিংমল ও দোকানপাট। ইদ উপলক্ষে শিথিল শাটডাউনের আটদিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহণ। তবে এই সময়ে সরকারি অফিস ভারচুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস। প্রধান তথ্য অফিসার জানিয়েছেন, করোনা মহামারি বিস্তার রুখতে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার নির্দেশিকা জারি করা হয়েছে। তবে আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হবে। আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ইদুল আজহা।

উল্লেখ্য, ভোলবদল করে বাংলাদেশে আরও ভয়াবহ হয়ে উঠেছে করোনা ভাইরাস। প্রশাসনের আপ্রাণ চেষ্টা সত্বেও কিছুতেই থামছে না মৃত্যুমিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ করে লকডাউন ঘোষণা করা হয়। তারপর লকডাউনের মেয়াদ বাড়িয়ে ১৫ জুলাই করা হয়। লকডাউন চলাকালীন বিনা কারণে ঘর থেকে বাইরে বের হওয়ায় কয়েকশো মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে খাবারের দোকান ও রেস্তরাঁ। তবে, কেউ রেস্তরাঁয় বসে খাবার খেতে পারবেন না। শুধুমাত্র অনলাইন অর্ডার ও টেক অ্যাওয়ে সেবা চালু থাকবে।এহেন সময়ে ইদ উপলক্ষে বিধিনিষেধ শিথিল করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: কলকাতা, ঢাকায় JMB জঙ্গি গ্রেপ্তারের পর তৎপরতা, জঙ্গিডেরা ঘেরাও করে অভিযান বাংলাদেশে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement