shono
Advertisement

আইএস যোদ্ধাদের দেশে প্রবেশ রুখতে ট্রাভেল পারমিট নিয়ে কড়া বাংলাদেশ

ট্রাভেল পারমিট নিয়ে বিভিন্ন দেশের জঙ্গিরাও বাংলাদেশে ঢুকতে পারে বলে আশঙ্কা৷ The post আইএস যোদ্ধাদের দেশে প্রবেশ রুখতে ট্রাভেল পারমিট নিয়ে কড়া বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM May 22, 2019Updated: 07:38 PM May 22, 2019

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশ থেকে সিরিয়া ও ইরাকে আইএস-এর হয়ে যুদ্ধ করতে যাওয়া জঙ্গিরা যাতে দেশে ঢুকতে না পারে সেজন্য ট্রাভেল পারমিটে রাশ টানল স্বরাষ্ট্রমন্ত্রক৷ মন্ত্রকের পূর্বানুমতি ছাড়া কাউকে ভ্রমণের অনুমতিপত্র দেওয়া হচ্ছে না৷ বাংলাদেশ দূতাবাসগুলিকে সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: পদ না পেয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্র লিগের বহিষ্কৃত নেত্রীর]

ইসলামিক স্টেটের পতনের পর গণহারে জঙ্গিদের গ্রেপ্তারি এবং আত্মসমর্পণের পর এই যোদ্ধারা বাংলাদেশে ফিরতে মরিয়া বলে আশঙ্কা করছে স্বরাষ্ট্রমন্ত্রক। সম্প্রতি পুলিশের আইজিপি-র সঙ্গে মন্ত্রকের এক উচ্চপর্যায়ের বৈঠকের পর ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে বিদেশ মন্ত্রকে৷ তাতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক স্তরে জঙ্গি তৎপরতার কারণে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে৷ তাই প্রাক-পরিচিতি যাচাই ছাড়া কাউকে ট্রাভেল পারমিট দেওয়া হলে তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়বে৷ এতে পরিচয় গোপন করে যুদ্ধফেরত কোনও জঙ্গি বাংলাদেশে ঢুকে পড়ার আশঙ্কা করা হচ্ছে৷  

বাংলাদেশের পাসপোর্টধারী জঙ্গিদের ছবি-সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য বিমানবন্দরে দেওয়া আছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এনিয়ে সতর্ক করা হয়েছে, জঙ্গিদের কাছে পাসপোর্ট না থাকায় ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে তারা৷ আর তাই সবার আগে তাদের পরিচিতি যাচাই করে নেওয়া প্রয়োজন৷ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্র অনুযায়ী, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেওয়া বাংলাদেশি নাগরিকের সঠিক সংখ্যা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা নেই৷ এর বাইরেও বহু দেশ থেকে অনেকেই গিয়েছেন আইএসে৷ ইরাক, ইরান, তুরস্ক, লেবাননের আইএস যোদ্ধারাও বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

[আরও পড়ুন: জঙ্গিদের মদতের অভিযোগ, ঢাকা-ইসলামাবাদ কূটনৈতিক দ্বন্দ্ব চরমে]

ফেব্রুয়ারিতেই মুতাজ আবদুল মজিদ নামে এক তরুণ তুরস্ক থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে, আগাম খবর পেয়ে তাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হয়৷এমনই বহু জঙ্গি পৃথিবীর বিভিন্ন দেশই জঙ্গিদের কালো তালিকাভুক্ত করা হয়েছে৷ তাই তারা যে কোনও দেশে ঢুকতে ট্রাভেল পাস নিতে চাইবে৷ তাই যথাযথ পরিচয় ছাড়া ট্রাভেল পারমিট মিলবে না৷

The post আইএস যোদ্ধাদের দেশে প্রবেশ রুখতে ট্রাভেল পারমিট নিয়ে কড়া বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement