shono
Advertisement

রোহিঙ্গা সমস্যায় ত্রাণের খাতে ব্যয় বাড়ছে বিশ্বের

চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি৷
Posted: 04:22 PM Sep 06, 2018Updated: 04:22 PM Sep 06, 2018

সুকুমার সরকার, ঢাকা: রোহিঙ্গা সমস্যায় মানবিক ত্রাণ খাতে অনেকটাই ব্যয় বেড়েছে বিশ্বের৷ রাষ্ট্রসংঘের সদর দপ্তরে এমনটাই দাবি করলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম। শীঘ্রই শরণার্থী সমস্যার সমাধান না করলে মাত্রা ছাড়িয়ে যাবে ব্যয়৷

Advertisement

[জেল চত্বরেই বসল আদালত, শুরু খালেদার বিচারপর্ব]

বুধবার নিউইয়র্ক শহরে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ‘শান্তির সংস্কৃতি’ শীর্ষক আলোচনায় অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা৷ বাংলাদেশের তরফে উপস্থিত ছিলেন শাহরিয়ার আলম৷ সেখানেই বিশ্ব মঞ্চের সামনে রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরেন তিনি৷ এদিন আলম বলেন, “গোটা বিশ্বে মানবিক ত্রাণ খাতে ২০১৭ সালে ব্যয় হয়েছে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ৷ রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ায় এই ব্যয় আরও বাড়বে৷ প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের পরিষেবা প্রদানে বড়সড় চাপের মুখে রয়েছে বাংলাদেশের অর্থনীতি৷

কুটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গাদের শরণ দিলেও ক্রমে তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে৷ শরণার্থীদের প্রতি ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও৷ এছাড়াও কয়েক কয়েক লক্ষ উদ্বাস্তুর পুনর্বাসনের প্রাকৃতিক ও আর্থিক সমস্ত ক্রমেই জটিল হয়ে উঠছে৷ অপরদিকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপার কোনও আগ্রহ নেই মায়ানমারের৷ প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষর করলেও তা বাস্তবায়নে আইনি জটিলতা তৈরি করছে সু কি সরকার৷ এছাড়াও বাংলাদশের নিরাপদ আশ্রয় ছেড়ে ফের বার্মিজ সেনার খপ্পরে পড়তে রাজি নয় শরণার্থীদের একটি বড় অংশ৷ ফলে আন্তর্জাতিক মঞ্চের সামনে মায়ানমারকে চাপে ফেলতে চাইছে বাংলাদেশ৷

[রোহিঙ্গাদের জঙ্গি প্রতিপন্ন করতে মিথ্যাচার, ক্ষমা চাইল বার্মিজ সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার