shono
Advertisement
Bangladesh

‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, মুজিবকন্যাকে দেশে ফেরাতে পথে আওয়ামি সদস্যরা

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
Published By: Paramita PaulPosted: 09:15 PM Aug 07, 2024Updated: 09:15 PM Aug 07, 2024

সুকুমার সরকার, ঢাকা: শেখ হাসিনাকে ‘দেশ ত্যাগে বাধ্য করায়’তাঁর দলের মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা-কর্মীরা কোনও প্রতিবাদ না জানালেও তাঁর ও তাঁর বাবা 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামি লিগের নেতা-কর্মীরা। বুধবার দুপুরে রাজধানী ঢাকা থেকে ১৮০ কিলোমিটার দূরের জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে দাঁড়িয়ে তাঁরা এ শপথ নেন। শপথবাক্য পাঠ করান জেলা আওয়ামি লিগের সভাপতি মাহবুব আলি খান। শপথবাক্যে বলা হয়, শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরণের অন্যায়ের প্রতিশোধ নেবেন তাঁরা। এর আগে নেতাকর্মীরা সমাধি সৌধে (মাজার) কমপ্লেক্সের মসজিদে জোহরের নামাজ শেষে আওয়ামি লিগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

Advertisement

এর প্রতিক্রিয়ায় জেলা আওয়ামি লিগের সভাপতি মাহবুব আলি খান বলেন, "আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। জামাত-বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে, আমরা তা রুখে দেব।" জেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক জি এম সাহব উদ্দিন আজম বলেন, "আমরা যত দিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, তত দিন আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।" এ সময় জেলা আওয়ামি লিগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সিকদার নজরুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ মোজাম্মেল হক, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামি লিগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[আরও পড়ুন: ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে শপথ বৃহস্পতিবার, থাকতে পারে ১৫ উপদেষ্টা]

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়। সেখানে বক্তারা বলেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামি লিগের সভাপতি শেখ হাসিনাকে ‘ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করা হয়েছ'। মঙ্গলবার দুই দফায় লাঠি হাতে বের হওয়া মিছিলে গোপালগঞ্জ জেলা আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মঙ্গলবার বেলা তিনটায় ও সন্ধে সাড়ে ছয়টায় গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া জেলা আওয়ামি লিগের কার্যালয়ের সামনে থেকে লাঠিসোঁটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন।

মিছিলে নেতা-কর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’,‘একাত্তরের রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’,‘জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে টেঁটা, রামদা, চায়নিজ কুড়াল, ঢাল, বাঁশের লাঠি, লোহার রড, লোহার পাইপ দেখা যায়। সমাবেশে জি এম সাহাব উদ্দিন যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য নেতা-কর্মীসহ জেলাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি ও লুটতরাজ করে দেশকে পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করা জামাত-বিএনপির একমাত্র লক্ষ্য।

[আরও পড়ুন: ‘প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে সমাজ গড়ব’, সম্মেলনে ডাক বিএনপি নেত্রী খালেদা জিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার দুপুরে রাজধানী ঢাকা থেকে ১৮০ কিলোমিটার দূরের জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে দাঁড়িয়ে তাঁরা এ শপথ নেন।
  • শপথবাক্য পাঠ করান জেলা আওয়ামি লিগের সভাপতি মাহবুব আলি খান।
  • শপথবাক্যে বলা হয়, শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরণের অন্যায়ের প্রতিশোধ নেবেন তাঁরা।
Advertisement