সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। মঙ্গলবার ঢাকায় ভারতীয় দূতাবাসে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। দূতাবাসে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মার সঙ্গেও বৈঠক হয় তাঁর। অনুমান করা হচ্ছে, ভারতের আস্থাবার্তার পর ঘরে বাইরে চাপের মুখে পড়ে অবশেষে ভারতের সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক গড়তে আগ্রহী ইউনুস। যার জেরেই এই পদক্ষেপ।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকায় ভারতীয় দূতাবাসে উপস্থিত হন ইউনুস। সেখানে মনমোহনের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং সেখানে সহানুভূতি পুস্তিকায় বার্তাও দেন দিন। এর পর রাষ্ট্রদূত প্রণয় ভর্মার সঙ্গে দীর্ঘ বৈঠক হয় তাঁর। সেখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্কের কথা তুলে ধরেন। মনমোহন সিংকে নিজের দীর্ঘদিনের বন্ধু বলে দাবি করেন। বন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ''তিনি অত্যন্ত সাদামাটা মানুষ ছিলেন। অত্যন্ত জ্ঞানী ব্যক্তি।' একইসঙ্গে জানান, ভারতের অর্থনীতিকে বিশ্বমঞ্চে নজরকাড়া জায়গায় তুলে ধরার পিছনে বিরাট অবদান রয়েছে মনমোহনের।
ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক ইউনুসের।
তবে ভারতের দূতাবাসে ইউনুসের এই সফরের পিছনে বড় কূটনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের দাবি, বর্তমানে ঘরে-বাইরে যথেষ্ট চাপে রয়েছে ইউনুস। তিনি ভালোই বোঝেন ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হলে বাংলাদেশের জন্য তা বিপদের কারণ হবে। এদিকে বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতেও চাল-ডাল পাঠিয়ে বাংলাদেশকে সাহায্য করেছে ভারত। কূটনৈতিক দিক থেকে বন্ধুত্বের হাত বাড়ানোই রয়েছে ভারতের তরফে। ডামাডোলের মাঝেই বহিষ্কার করা হয়নি বাংলাদেশের কোনও রাষ্ট্রদূতকে।
তবে বাংলাদেশের মাটিতে ভারত বিদ্বেষ ও জঙ্গি কার্যকলাপ যেভাবে বেড়ে উঠেছে তাতে ক্ষুব্ধ ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্রমশ চাপ বাড়ছে ইউনুসের উপর। অন্যদিকে, ঘরের অন্দরেও যথেষ্ট চাপে ইউনুস। তাঁর উপর ক্ষুব্ধ রাজনৈতিক দল বিএনপি। দ্রুত নির্বাচনের জন্য চাপ দেওয়া হচ্ছে সরকারকে। পাশাপাশি দেশের মাটিতে ছাত্রনেতাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি। সন্ত্রাস লাগামছাড়া আকার নিয়েছে, চলছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ ইউনুস। গুরুতর এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরলে বিপদ যে আরও বাড়বে তা বেশ বুঝতে পারছেন তিনি। অনুমান করা হচ্ছে, এই অবস্থায় বিদ্বেষ দূরে সরিয়ে পুরানো বন্ধুর হাত ধরতে চাইছে বাংলাদেশ। যার জেরেই দূতাবাসে গিয়ে মনমোহন সিংকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতিতে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক সারলেন ইউনুস।