সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ঢাকা সফর করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। এর পর বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার সংখ্যা বৃদ্ধি পাবে। এমনটাই আশা করছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশের একটি সংবাদ সংস্থার কাছে তিনি দাবি করেছেন, ভারতের বিদেশ সচিব বৈঠকে এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। সত্যিই কি গতকালকের বৈঠকের পর কূটনৈতিক সম্পর্কের বরফ গলেছে?
সোমবার দুপুরে বাংলাদেশের (Bangladesh) বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিক্রম মিসরি। ১২০ মিনিটের হাই প্রোফাইল বৈঠকের পর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশ সচিব। সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগের কথা দিল্লির তরফে জানানো হলেও মোটের উপর একে অপরকে বন্ধুত্বপূর্ণ বার্তাই দিয়েছে দুই দেশ। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা বলেন, "বিক্রম মিসরি আশ্বস্ত করেছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা বাড়ানোর বিষয়ে পদক্ষেপ করা হবে।"
শেখ হাসিনা ক্ষমতা হারানোর পরে বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে গিয়েছে। বিশ্ব শান্তিতে অবদানের জন্য নোবোল পাওয়া ইউনুসের আমলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে পদ্মাপাড়ে। এইসঙ্গে বেড়েছে ভারতের প্রতি বিদ্বেষ। সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ও জামিন খারিজ হওয়ার মতো ঘটনার পর উভয় দেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে। এই অবস্থায় ভারত-বিদ্বেষি বাংলাদেশিরা কেন ভারতে এসে চিকিৎসার সুবিধা নেবেন, সেই প্রশ্ন তুলেছে এপারের বহু মানুষ। যদিও আওয়ামি লিগ সরকারের পতনের পর সাময়িকভাবে ভিসা প্রদান বন্ধ হলেও পরে ফের তা চালু হয়েছে। তবে আপাতত বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে চিকিৎসার জন্য এবং জরুরি প্রয়োজনে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রদানও স্বাভাবিক হবে।
এদিকে গতকালই ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ওই বৈঠকে ইইউ-র প্রতিনিধি দলের কাছে ইউনুস অনুরোধ করেন, ইইউ ভিসা সেন্টার যেন দিল্লি থেকে অন্য দেশে স্থানান্তর করা হয়। বলা বাহুল্য, ইউনুসের এই আবেদনে রয়েছে ভারত বিরোধিতার চড়া গন্ধ।