shono
Advertisement

Breaking News

Bangladesh

নির্বাচন নয়, হাসিনার 'বিচার'ই সর্বোচ্চ অগ্রাধিকার ইউনুস সরকারের!

গদির লোভে ইউনুস ভোটপ্রক্রিয়া বিলম্বিত করতে চাইছেন বলে অভিযোগ উঠছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:28 PM Dec 25, 2024Updated: 02:33 PM Dec 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস পাঁচেক হয়ে গিয়েছে। কিন্তু এখনও বাংলাদেশের নির্বাচন নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানাতে পারেনি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। কখনও ২০২৫, কখনও আবার ২০২৬-এ ভোট হওয়ার কথা শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানালেন, শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্তই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ফলে প্রশ্ন উঠছে, নির্বাচন নয়, মুজিবকন্যাকে 'শাস্তি' দেওয়াই কি সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে ইউনুস সরকারের কাছে?

Advertisement

মঙ্গলবার ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে শফিকুল আলম জানান, "শেখ হাসিনার বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটটি প্রকল্পে দুর্নীতির তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও পাঠিয়েছে দুদক। অন্তর্বর্তী সরকারের কাছে এটাই সর্বোচ্চ অগ্রাধিকার। হাসিনা একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। এই চোরতন্ত্রে কারা কারা তাঁর সঙ্গে মহাচুরিতে জড়িত ছিলেন, এটা বাংলাদেশের মানুষ জানতে চান। এটা জানানো সরকারের একটা নৈতিক দায়িত্ব। উনি কী পরিমাণ চুরি করেছেন, সেটা অবশ্যই জানানো হবে। সরকারও এটার তদন্ত করছে।"

এছাড়া শেখ হাসিনার অপরাধগুলো ভয়াবহ বলে অভিযোগ করেছেন ইউনুসের প্রেস সচিব। এদিন তিনি বলেন, গত ১৫ বছরে যে ধরনের অপরাধগুলো হয়েছে বাংলাদেশে, সেটা তো চিন্তা করা যায় না। প্রায় সাড়ে তিন হাজার গুমের ঘটনা হয়েছে। বিচারবহির্ভূত খুন হয়েছে কয়েক হাজার। জুলাই-আগস্টে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০০। তারপর শাপলা চত্বর হত্যাকাণ্ড, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পরও বড় একটা হত্যাকাণ্ড হয়েছে। বিএনপির ৫০ থেকে ৬০ লক্ষ লোকের বিরুদ্ধে হিংসার মামলা হয়েছে। প্রায় সব মামলাই ভুয়ো। মামলা দেওয়া মানে তাঁদের অধিকার কেড়ে নেওয়া। দেখা গিয়েছে, তাঁদের ছেলে-মেয়েরা বিসিএস পরীক্ষা দিতে পারছেন না। হাসিনার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা আঁতকে ওঠার মতো।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে গদিচ্যুত হন শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পর ৮ আগস্ট মহম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। তার পর থেকেই দ্রুত সাধারণ নির্বাচনের দাবি তুলছিল বিএনপি, জাতীয় পার্টির মতো একাধিক দল। গণতন্ত্র রক্ষার জন্য ভোটপ্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সরকার গঠনের দাবি সরব হয় ক্ষমতাচ্যুত আওয়ামি লিগও। কিন্তু নির্বাচনের থেকে রাষ্ট্র সংস্কারের উপরেই বেশি জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনুস। তবে সেই সংস্কার কবে শেষ হবে তার কোনও সুস্পষ্ট সময় জানাতে পারেনি তিনি। এদিকে, ইউনুসের শাসনকালে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চরমে হিন্দু নির্যাতন। হামলা হচ্ছে মন্দিরেও। এই পরিস্থিতিতে একমাত্র নির্বাচিত সরকারই শান্তি ফেরাতে পারে বলে মনে করছে সবমহল। কিন্তু গদির লোভে ইউনুস ভোট প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছেন বলেও অভিযোগ উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উপদেষ্টা ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানালেন, শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
  • এখনও বাংলাদেশের নির্বাচন নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানাতে পারেনি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার।
  • কখনও ২০২৫, কখনও আবার ২০২৬-এ ভোট হওয়ার কথা শোনা যাচ্ছে।
Advertisement