shono
Advertisement
Bangladesh

কেন জামিন হবে না চিন্ময় প্রভুর? বিচারপতিদের জারি করা রুলে শুনানির দিন ধার্য

ইদের ছুটির পর হাই কোর্টে কোর্টে এই মামলার শুনানি হবে, জানিয়েছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী।
Published By: Sucheta SenguptaPosted: 03:43 PM Mar 23, 2025Updated: 03:48 PM Mar 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত পাঁচ মাস ধরে বাংলাদেশের জেলে বন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি সে দেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রও। বারবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে বাংলাদেশের আদালতে। এনিয়ে শুধু বাংলাদেশের সংখ্যালঘু বৃত্তেই নয়, তোলপাড় পড়ে এপার বাংলার হিন্দু সমাজেও। তাঁর জামিন খারিজের বিরোধিতায় সকলে গর্জে উঠে মিছিলে পা মিলিয়েছিলেন। নানা মহলের চাপ সামলাতে হাই কোর্টের দুই বিচারপতি প্রশ্ন তোলেন, কেন চিন্ময় কৃষ্ণের জামিন হবে না? এনিয়ে রুলও জারি করা হয়। এবার তার শুনানির দিন ধার্য হল। আগামী মাসে ইদের ছুটির পর হাই কোর্টে মামলাটি শুনানির জন্য উঠবে। রবিবার তা জানালেন চিন্ময় প্রভুর আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্য।

Advertisement

রবিবার আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্য জানিয়েছেন, গত ৪ ফেব্রুয়ারি চিন্ময় প্রভুর জামিন প্রশ্নে দু'সপ্তাহের রুল জারি করেছিল ঢাকার হাই কোর্ট। পরবর্তীতে এই রুল প্রস্তুত করা হয়। গত বুধবার ১৯ মার্চ হাই কোর্ট রুল শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর সময় ধার্য করেছেন। আগামী ১৯ এপ্রিল সুপ্রিম কোর্টের ছুটি শেষ হবে। সাধারণত বুধবার রুল শুনানি হয়। সেই হিসেবে ছুটির পর প্রথম বুধবার অর্থাৎ ২৩ এপ্রিল এই রুলের শুনানি হতে পারে। হাই কোর্টের বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মহম্মদ আলি রেজার বেঞ্চ রুল ধার্য করেছিল। সেখানে শুনানি হতে পারে।

২০২৪ সালের ৩১ অক্টোবর ঢাকায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। তাতে চিন্ময় প্রভু-সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আপাতত তাঁরা সকলেই জেলবন্দি। চিন্ময় প্রভুকে রাখা হয়েছে চট্টগ্রামের কারাগারে। এদিকে, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজ হলে, তাঁর অনুগামীরা ব্যাপক বিক্ষোভ দেখান। তার পরিপ্রেক্ষিতে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে জামিন মামলার শুনানির সময়ে চত্বরেই সংঘর্ষ ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে প্রায় দু'ডজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২ জানুয়ারি ওই মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ তাঁর জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়। পরে ৪ ফেব্রুয়ারি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি হয়। আগামী মাসে তার শুনানি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় প্রভুর জামিন হবে না কেন? শুনানির দিন ধার্য।
  • তাঁর আইনজীবী জানালেন, বাংলাদেশে ইদের ছুটির পরই এই শুনানি হবে।
Advertisement