shono
Advertisement
Muhammad Yunus

ভারত-পাক সংঘর্ষবিরতির সিদ্ধান্তে আমেরিকার প্রশংসা, দুই দেশের পাশে থাকার বার্তা ইউনুসের

শনিবার বিকেলে সংঘর্ষবিরতির বিষয়টি প্রথম জানান ট্রাম্প।
Published By: Biswadip DeyPosted: 09:37 AM May 11, 2025Updated: 09:37 AM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার বিকেলে ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং ভারতের বিদেশ সচিবও তাঁদের তরফে জানিয়ে দেন সংঘর্ষবিরতির কথা। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

Advertisement

এক্স হ্যান্ডলে তাঁকে লিখতে দেখা যায়,''মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিদেশসচিব রুবিওকে মধ্যস্থতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশ তার দুই প্রতিবেশী দেশের পাশে রয়েছে।'' প্রসঙ্গত, শনিবার দুপুরে পাকিস্তানের তরফে আর্জি জানানো হয় যুদ্ধবিরতির জন্য। সেই আবেদনে রাজি হয় ভারত। শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়।

তবে সওয়া আটটা থেকে ফের গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, উধমপুরে পাক ড্রোন হামলা আটকছে ভারত। এছাড়াও শ্রীনগর, জম্মুর একাধিক জায়গায় গুলি এবং বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। রাজস্থানের বারমের, জয়সলমের এবং পাঞ্জাবের ফিরোজপুরে ব্ল্যাক আউট করা হয়। অন্ধকার করে দেওয়া হয়েছে কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাও। তবে শেষপর্যন্ত শনিবার রাতে গত কয়েকদিনের মতো বিভীষিকার মধ্যে পড়তে হয়নি কাশ্মীরবাসীকে। সেনার অতন্দ্র প্রহরায় নির্বিঘ্নে রাত কাটিয়েছে জম্মু-রাজৌরি-ফিরোজপুরের মতো সীমান্তবর্তী এলাকাগুলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার বিকেলে ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • এরপর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং ভারতের বিদেশ সচিবও তাঁদের তরফে জানিয়ে দেন সংঘর্ষবিরতির কথা।
  • এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
Advertisement