shono
Advertisement
Bangladesh

'খোঁজ নেয় না ইউনুস সরকার', একাধিক দাবিতে ঢাকায় পথ অবরোধ জুলাই বিপ্লবে আহতদের

রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবি আন্দোলনকারীদের।
Published By: Kishore GhoshPosted: 07:15 PM Feb 02, 2025Updated: 07:16 PM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে ডামাডোল চলছেই। কদিন আগেই দুদিনের ধর্মঘটে চলে গিয়েছিল বাংলাদেশ রেলওয়ের কর্মীরা। এবার পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাংলাদেশে পথে নামলেন জুলাই আন্দোলনের আহতেরা। সরকার খরচে চিকিৎসার দাবিতেও রাজধানী ঢাকার একাধিক সড়ক অবরোধ করেন 'জুলাই বিপ্লবে'র আহতেরা। এর জেরে কাজের দিনে যানজটে অবরুদ্ধ হয় পড়শি দেশের রাজধানী শহর।

Advertisement

জুলাই আন্দোলন তথা গণ অভ্যুত্থানে হাসিনার পতনের পরেই বাংলাদেশে ক্ষমতায় আসে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। ফলে ওই আন্দোলনের আহতদের পথে নামার বিষয়টি মানবিক এবং রাজনৈতিক কারণে ইউনুস সরকারের জন্য রীতিমতো অস্বস্তির। এমনকী গলায় প্রতীকী দড়ি ঝুলিয়ে পথে নামেন জুলাই আন্দোলনের আহতেরা। সঙ্গের পোস্টারে লেখা---“হয় রাষ্ট্রীয় স্বীকৃতি, না হয় আত্মহত্যা।” আন্দোলনে নামা ব্যক্তিদের অভিযোগ, তাঁরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। এর আগে শনিবার ঢাকার চক্ষু হাসপাতালের ভিতরেও বিক্ষোভ দেখান তাঁরা।

বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'র প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনকারীদের অভিযোগ যে জুলাই আন্দোলনের ফলে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, সেই আন্দোলনে যাঁরা আহত হয়েছিলেন আজকে তাঁদেরই খোঁজখবর নিচ্ছে না ইউনুস সরকার। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতিরও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জুলাই আন্দোলনে হাসিনার পতনের পরেই বাংলাদেশে ক্ষমতায় আসে ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার।
  • আন্দোলনে নামা ব্যক্তিদের অভিযোগ, তাঁরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না।
Advertisement