shono
Advertisement
Damien Martyn

কোমায় ড্যামিয়েন মার্টিন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিশ্বজয়ী অজি ক্রিকেটার!

মার্টিনের সুস্থতা প্রার্থনা করছেন অ্যাডাম গিলক্রিস্টরা।
Published By: Arpan DasPosted: 08:58 AM Dec 31, 2025Updated: 09:24 AM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোমায় ড্যামিয়েন মার্টিন। বছর শেষে উদ্বিগ্ন ক্রিকেট ভক্তরা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে জানা যায়, তিনি কোমায় চলে গিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও বিষয়টি নিশ্চিত করেছে। মার্টিনের সুস্থতা প্রার্থনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অ্যাডাম গিলক্রিস্ট থেকে ড্যারেন লেহম্যানরা। তবে জানা গিয়েছে অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

৫৪ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, বক্সিং ডে অর্থাৎ ২৬ ডিসেম্বর মেনিনজাইটিসে আক্রান্ত হন তিনি। দ্রুত তাঁকে মেলবোর্নের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, তিনি কোমায় চলে গিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিফ টড গ্রিনবার্গ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, "ড্যামিয়েনের অসুস্থতার খবর শুনে খুবই খারাপ লাগছে। ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট দুনিয়ার পক্ষ থেকে ওর পাশে আছি। ওর দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।"

মার্টিনের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও। মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, "আমি জানি ও সেরা চিকিৎসা পাচ্ছে। ওর সঙ্গী আমান্ডা ও ওর পরিবার জানে, বহু মানুষ দ্রুত সুস্থতা কামনা করছেন।" আরেক প্রাক্তন সতীর্থ ড্যারেন লেহম্যান সোশাল মিডিয়ায় লিখেছেন, 'ড্যামিয়েন মার্টিনের জন্য প্রার্থনা রইল। শক্তিশালী থাকো। কিংবদন্তির মতো লড়াই চালিয়ে যাও।'

১৯৯২ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় মার্টিনের। ২০০৬ পর্যন্ত ব্যাগি গ্রিন টুপি পরেছেন। ৬৭ টেস্টে তাঁর রান সংখ্যা ৪৪০৬। সেঞ্চুরি আছে ১৩টি। অন্যদিকে ২০৮টি ওয়ানডেতে রান করেছেন ৫৩৪৬। সেঞ্চুরি ৫টি। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে ভাঙা আঙুলে ৮৮ রানে অপরাজিত ছিলেন। অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে জুটি বেঁধে ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই বিশ্বকাপ তো বটেই, তার আগে ১৯৯৯ সালের অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। এছাড়া ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেও ছিলেন।

উল্লেখ্য, মেনিনজাইটিস একটি স্নায়ুঘটিত রোগ। ঋতুবদলের সময়ে ভাইরাস, টিউবারকিউলোসিস-সহ ব্যাক্টেরিয়া, ছত্রাক বা অন্যান্য জীবাণুর সংক্রমণ থেকে মেনিনজাইটিস হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোমায় ড্যামিয়েন মার্টিন। বছর শেষে উদ্বিগ্ন ক্রিকেট ভক্তরা।
  • অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
  • পরে জানা যায়, তিনি কোমায় চলে গিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও বিষয়টি নিশ্চিত করেছে।
Advertisement