shono
Advertisement
Bangladesh

মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা! অল্পের জন্য রক্ষা ৭১ জন যাত্রীর

পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জরুরি বার্তা পাঠান।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 07:10 PM May 16, 2025Updated: 07:10 PM May 16, 2025

সুকুমার সরকার, ঢাকা: মাঝ আকাশেই বিপত্তি। বাংলাদেশের প্রধান সমুদ্র পর্যটনকেন্দ্র কক্সবাজারে খুলে পড়ল বিমানের চাকা! অবশেষে এক ঘণ্টা পরে ঢাকার শাহাজালার আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপদে অবতরণ করে। অল্পের জন্য প্রাণরক্ষা শিশু-সহ ৭১ জন যাত্রীর।

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪৩৬ ফ্লাইটের। আজ শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে বিমানটি উড়তে শুরু করার কিছুক্ষণ পরেই পিছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জরুরি বার্তা পাঠিয়ে জানান, তিনি জরুরি অবতরণ করতে চান। বার্তা পাওয়ার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয়। রানওয়ের পাশে প্রস্তুত করে রাখা হয় ফায়ার সার্ভিসের দল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর জানান, "বার্তা পাওয়ার পর আমরা জরুরি অবতরণের ঘোষণা দিই। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম রানওয়ের পাশে অবস্থান নেয়। বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানের যান্ত্রিক ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে।" বিমানের বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে পিছনের এক চাকাতেও নিরাপদে অবতরণ সম্ভব। এর আগে দেশের উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে থেকে উড়তে শুরু করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমানের ঢাকাগামী ফ্লাইটের একটি চাকা খুলে পড়ে যায়। ২০১৭ সালের ২৫ অক্টোবর সেই ঘটনা ঘটেছিল। ৮ বছর পর আবার একই কাণ্ড ঘটল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের প্রধান সমুদ্র পর্যটনকেন্দ্র কক্সবাজারে খুলে পড়ল বিমানের চাকা!
  • অবশেষে এক ঘণ্টা পরে ঢাকার শাহাজালার আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপদে অবতরণ করে।
  • এই ঘটনা কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪৩৬ ফ্লাইটের।
Advertisement