সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে উত্তপ্ত ঢাকায় ফিরল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। সিঙ্গাপুর থেকে উড়ান ভরার পর শুক্রবার ৫টা ৪৮ মিনিটে (বাংলাদেশের সময়) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান। হাদির দেহ দেশে ফেরার খবর পেয়ে বিমানবন্দর চত্বরে ভিড় জমে বহু মানুষের। জানা যাচ্ছে, হাদির দেহ রাখা থাকবে মর্গে। শনিবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
বাংলাদেশ প্রশাসনের তরফে জানা গিয়েছে, বাংলাদেশের সময় অনুযায়ী শুক্রবার দুপুর ২টো নাগাদ হাদির মরদেহ নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় বিমানটি। সন্ধ্যায় সেই বিমান ঢাকায় অবতরণ করার পর সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে মর্গে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। ইউনুস প্রশাসনের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামিকাল বেলা দুটো নাগাদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে যারা উপস্থিত হবেন তাঁদের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, কেউ যেন সেখানে কোনও ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করেন। ওই অনুষ্ঠানের আশপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী ছিলেন তিনি। বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। সেই সময় নমাজ সেরে রিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে পাঠানো হয় সিঙ্গাপুরে। পুলিশ সূত্রে খবর, মোটর সাইকেলে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে কে বা কারা হামলা করল, তা এখনও অজ্ঞাত।
বুধবার রাতেই ইউনুসের প্রেস উইং জানিয়েছিল, হাদির শারীরিক অবস্থা রীতিমতো উদ্বেগজনক। সেই ঘোষণার পর থেকেই বাড়ছিল আশঙ্কা। অবশেষে বৃহস্পতিবার মেলে দুঃসংবাদ। তারপরই উত্তপ্ত হয় বাংলাদেশ। পুড়িয়ে দেওয়া হয় একের পর এক সংবাদমাধ্যমের অফিস। মুজিবের ধানমাণ্ডির বাড়ি। গণপিটুনি দিয়ে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হয় এক হিন্দু যুবককে। তারপর সেই দেহ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে উল্লাস করতে দেখা যায় একদল যুবককে।
