shono
Advertisement
Bangladesh

এবার ভোটযুদ্ধে ইউনুসকে ক্ষমতায় বসানো ছাত্ররা, নতুন দলের ঘোষণা, কোন পথে বাংলাদেশ?

নতুন দল নিয়ে বাংলাদেশের নাগরিকদের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:59 PM Feb 28, 2025Updated: 03:09 PM Feb 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনাকে গদিচ্যুত করতে পথে নেমেছিল 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'। মুজিবকন্যাকে উৎখাত করে এই সংগঠনের ছাত্ররাই ক্ষমতায় এনেছিলেন মহম্মদ ইউনুসকে। এবার ভোটযুদ্ধে নামছেন সেই ছাত্ররাই। আজ শুক্রবার আত্মপ্রকাশ ঘটেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারদের নতুন রাজনৈতিক দলের। যার মাথা হয়েছেন ইউনুসের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম। ফলে প্রশ্ন উঠছে, এবার কোন পথে এগোবে বাংলাদেশ? এই ছাত্ররা কি সুদিন ফেরাবেন দেশের! নাকি ক্ষমতা দখলের লড়াইয়ে 'নতুন' বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠবে? 

Advertisement

এই নতুন দল নিয়ে বাংলাদেশের নাগরিকদের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে। জানা গিয়েছে, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি'। ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এই দলের আনুষ্ঠানিক ঘোষণা হবে। মঞ্চের প্রস্তুতি শেষ। রাজশাহী, রংপুর, নীলফামারী, কক্সবাজার, ঢাকা থেকে জড়ো হচ্ছে বহু মানুষ।

এই মুহূর্তে বাংলাদেশে চরম অরাজক পরিস্থিতি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। দিকে ধর্ষণ, খুন, যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। দাপিয়ে বেরাচ্ছে মৌলবাদীরা। সকলেই যেন নেমেছে ক্ষমতা দখলের লড়াইয়ে। কিন্তু সাধারণ মানুষের কী? তাই সকলের মনে এখন একটাই প্রশ্ন, ভোটের ময়াদনে নেমে ছাত্ররা কি দেশের হাল ফেরাতে পারবেন? আওয়ামি লিগ, বিএনপি, জাতীয় পার্টির মতো দলের সঙ্গে তাঁরা টিকতে পারবেন তো?

যেমন মহম্মদ জাহেদ মিয়াঁ। ঢাকায় একটি কাজের জন্য সিলেট থেকে এসেছিলেন। সেই ফাঁকে তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান কেমন হচ্ছে দেখতে এসেছেন মানিক মিয়া অ্যাভিনিউতে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "যদি ঐক্য থাকে তাহলে নতুন দল টিকবে।" আবার জয়পুরহাট থেকে আসা আবদুল্লাহ আল নোমান বলেন, "নতুন একটি রাজনৈতিক দল নিয়ে তো আশাআকাঙ্ক্ষা সবারই থাকে। আমাদেরও আছে। আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চাই।" ঢাকার বংশাল থেকে আসা মহম্মদ শাকিলের কথায়, "মানুষ নতুনত্ব চায়। আমরাও চাই নতুনত্ব।"

সূত্রের খবর, দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসছে এই অনুষ্ঠানে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ছাত্রদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ইউনুসের। সমস্ত আয়োজনে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও জলের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল জানিয়েছে, বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি-সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে নতুন দল প্রকাশ্যে এনে দেশের মানুষের ছাত্ররা কী শপথ নেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেখ হাসিনাকে গদিচ্যুত করতে পথে নেমেছিল 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'।
  • মুজিবকন্যাকে উৎখাত করে এই সংগঠনের ছাত্ররাই ক্ষমতায় এনেছিলেন মহম্মদ ইউনুসকে।
  • আত্মপ্রকাশ ঘটেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারদের নতুন রাজনৈতিক দলের।
Advertisement