shono
Advertisement
Bangladesh

বাংলাদেশে নামল তারেকের বিমান, নৈরাজ্যের মাঝে খালেদাপুত্রের প্রত্যাবর্তন দিল্লির জন্য সুসংবাদ?

তারেক স্বাগত জানাতে ঢাকায় ৫০ লক্ষ মানুষের ভিড়!
Published By: Kishore GhoshPosted: 09:42 AM Dec 25, 2025Updated: 10:26 AM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “দীর্ঘ ৬ হাজার ৩ শো ১৪ দিন পর বাংলাদেশে!” ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ঢাকায় পৌঁছবেন বৃহস্পতিবার সকালেই। সঙ্গে রয়েছেন তারেকের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা। শেষ পাওয়া খবর অনুযায়ী, সিলেট বিমানবন্দরে নেমেছে তারেকের বিমান। সেটিই ঢাকায় উড়ে আসবে। ঢাকায় খালেদাপুত্রকে স্বাগত জানাতে ৫০ লক্ষ মানুষ অপেক্ষা করছে! কোটি টাকার প্রশ্ন হল, নৈরাজ্যের বাংলাদেশে তারেকের প্রত্যাবর্তন কি দিল্লির জন্য সুখবর?

Advertisement

বিমানে তারেক রহমান।

২০২৪-এ জুলাই-আগস্টের গণবিক্ষোভের পর দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও নৈরাজ্যের পরিস্থিতি চলছে পদ্মাপাড়ে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী ভারতবিদ্বেষ। বিশ্লেষকদের বক্তব্য, জামাতের নেতা ইউনুসের ইন্ধনেই দিল্লি বিরোধিতা চরমে পৌঁছেছে। সেই সঙ্গে বেড়েছে মৌলবাদীদের বাড়বাড়ন্ত তৎসহ সংখ্যালঘু নির্যাতন। তারেকের প্রত্যাবর্তনে সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে। যেহেতু হাজার হলেও বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল।

জানা গিয়েছে, লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে। এই ফ্লাইটে আসছেন তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। এরপর বুলেট প্রুফ মার্সিডিজে চেপে তারেক যাবেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের (তিনশ ফিট সড়ক) কাছে সংবর্ধনার অনুষ্ঠানস্থলে। সেখানে মঞ্চে উঠে নেতা-কর্মীসহ দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক। হাসপাতাল থেকে গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাসায় যাওয়ার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের। এছাড়াও দুষ্কৃতীর গুলিতে নিহত ছাত্র নেতা উসমান হাদির সমাধিস্থলেও শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন তারেক।

উল্লেখ্য, এই হাদিকে নিয়েই গত বৃহস্পতিবার থেকে উত্তাল বাংলাদেশ। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কট্টরপন্থীরা ভারতবিদ্বেষ ছড়াচ্ছে। ফলস্পরূপ হামলা হয়েছে চট্টগ্রামের ভারতীয় দূতাবাসে। মৌলবাদীদের রক্তচক্ষু থেকে নিস্তার পায়নি বাংলাদেশের দুই প্রগতিশীল সংবাদমাধ্যম। এমনকী ছায়ানটের মতো সাংস্কৃতিক সংগঠনে হামলা চালিয়েছে তৌহিদি জনতা। সংখ্যালঘু যুবক দীপু দাসকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়েছে। যার পর থেকে দুই দেশের কূটনৈতিক যুদ্ধ শুরু হয়েছে। উভয় দেশের রাষ্ট্রদূতকে বারবার তলব করছে দুই দেশের সরকার। বিশ্লেষকদের একাংশ বলছেন, নির্বাচন ভণ্ডুল করে আরও বেশি দিন ক্ষমতা ধরে রাখতে চাইছেন ইউনুস। এমন পরিস্থিতিতে তারেকের বাংলাদেশে প্রত্যাবর্তন দিল্লির জন্য 'মন্দের ভালো'। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৪-এ জুলাই-আগস্টের গণবিক্ষোভের পর দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • এই হাদিকে নিয়েই গত বৃহস্পতিবার থেকে উত্তাল বাংলাদেশ।
Advertisement