shono
Advertisement
India-Bangladesh Ties

‘নয়াদিল্লির সঙ্গে তিক্ত সম্পর্ক চাই না’, মন্তব্য ইউনুসের উপদেষ্টার, বাণিজ্যিক সম্পর্ক নষ্টের আশঙ্কাতেই ডিগবাজি?

আর কী বললেন তিনি?
Published By: Subhodeep MullickPosted: 06:13 PM Dec 24, 2025Updated: 06:32 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত বাংলাদেশ। চলছে লাগাতার ভারত-বিরোধী প্রচার। বিশেষজ্ঞদের মতে, এর জেরেই নষ্ট হচ্ছে দু’দেশের বাণিজ্যকি সম্পর্ক। এই পরিস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মহম্মদ ইউনুস প্রশাসনের অন্তবর্তী প্রশাসনের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, “ভারতের সঙ্গে আমরা তিক্ত সম্পর্ক চাই না। নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক উন্নতি করতে ইউনুস চেষ্টা করছেন।”

Advertisement

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালেহউদ্দিন বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের (India-Bangladesh Ties) মতো বৃহৎ প্রতিবেশীর সঙ্গে কোনও রকম তিক্ত সম্পর্ক চায় না। বরং সরকারের মূল লক্ষ্য হল দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।” বাংলাদেশের অন্দরে চলা ভারত-বিরোধী প্রচার নিয়ে তিনি বলেন, “দেশে যে ভারত-বিরোধী প্রচার চলছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” 

সম্প্রতি ইউনুস সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২৫-‘২৬ অর্থবর্ষে তারা ভারত থেকেই ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে। সোমবার সালেউদ্দিন নেতৃত্বাধীন সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদনও দিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, বাংলাদেশে লাগাতার ভারত-বিরোধী প্রচারের জেরে নষ্ট হতে পারে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক। তাই আশঙ্কার মেঘ দেখেই ঢোঁক গিললেন সালেউদ্দিন। যদিও তাঁর দাবি, সাম্প্রতিক পরিস্থিতির জেরে দু’দেশের বাণিজ্যিক সম্পর্কে কোনও প্রভাব পড়বে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তপ্ত বাংলাদেশে চলছে লাগাতার ভারত-বিরোধী প্রচার।
  • বিশেষজ্ঞদের মতে, এর জেরেই নষ্ট হচ্ছে দু’দেশের বাণিজ্যকি সম্পর্ক।
  • এই পরিস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মহম্মদ ইউনুস প্রশাসনের অন্তবর্তী প্রশাসনের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ।
Advertisement