সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগেই হামলা হয়েছিল ছায়ানট, উদীচীতে। এবার নিশানা ছিল বাংলাদেশের প্রখ্যাত রক গায়ক জেমসের কনসার্ট! তা নিয়ে সরব হলেন তসলিমা নাসরিন। লেখিকার দাবি, 'জেহাদি'রাই তাণ্ডব চালিয়ে জেমসকে গান গাইতে দেননি। তসলিমা লিখেছেন, "জেহাদিস্তানে গান নিষিদ্ধ। জিহাদিদের সাফ কথা। মানলে ভালো। না মানলে মুন্ডু যাবে।"
ইনকিলাব মঞ্চের নেতা ওসলাম হাদির মৃত্যুর পর থেকেই অশান্ত বাংলাদেশে। সেই পরিস্থিতিতে সে দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিতে হামলার অভিযোগ উঠেছে কট্টরপন্থীদের বিরুদ্ধে। তা নিয়ে বারবার সরব হয়েছেন তসলিমা। জেমসের কনসার্টে হামলার পর একটি ফেসবুক পোস্টে লেখিকা লিখেছেন, "সংস্কৃতি ভবন ছায়ানট পুড়ে ছাই। গান, নাটক, নৃত্য, আবৃত্তি এবং লোকজ সংস্কৃতির প্রসারের মাধ্যমে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনা বিকাশের জন্য গড়ে ওঠা সংগঠন উদীচী পুড়ে ছাই। আজ বিখ্যাত গায়ক জেমসকে অনুষ্ঠানে গান গাইতে দেয়নি জেহাদিরা।"
তসলিমার অভিযোগ, জেহাদিদের তাণ্ডবের জন্যই বাংলাদেশে পা রাখতে চাইছেন না বহু শিল্পী। লেখিকা লিখেছেন, "কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন সিরাজ আলি খান। তিনি বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছেলে আলি আকবর খানের নাতি। সিরাজ আলি খানও মাইহার ঘরানার সঙ্গীতে একজন খ্যাতিমান শিল্পী। সিরাজ আলি খান ঢাকায় এসে অনুষ্ঠান না করেই ভারতে ফিরে গিয়েছেন। বলেছেন, শিল্পী, সঙ্গীত এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নিরাপদ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আর আসবেন না। দু'দিন আগে ওস্তাদ রশিদ খানের ছেলে আরমান খানও ঢাকার আমন্ত্রণ রক্ষা করেননি। তিনিও জানিয়ে দিয়েছেন, সঙ্গীতবিদ্বেষী জেহাদি অধ্যুষিত বাংলাদেশে তিনি পা রাখতে চান না।"
