shono
Advertisement
Bangladesh

একাধিক দাবি নিয়ে ইউনুসের বাসভবন অভিযান শিক্ষকদের, ছত্রভঙ্গ করতে জলকামান পুলিশের, আহত ৫

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় শিক্ষকদের।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:46 PM Mar 12, 2025Updated: 08:46 PM Mar 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারের অধীনে আনার দাবিতে ঢাকায় প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বাসভবন যমুনার দিকে অগ্রসর হন শিক্ষকরা। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। কিন্তু শিক্ষকরা সেই বাধা উপেক্ষা করেই সামনে দিকে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। বুধবার দুপুরের এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি শিক্ষকদের।

Advertisement

জানা গিয়েছে, দীর্ঘদিনেও দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আজ যান শিক্ষকরা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারা কাছাকাছি এলে পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করে। পুলিশ বলে, "এতজনকে একসঙ্গে নিয়ে বাসভবনের সামনে যাওয়া যাবে না। আপনারা চাইলে কয়েকজন প্রতিনিধি মিলে সেখানে যেতে পারেন।" কিন্তু শিক্ষকরা তাতে রাজি হননি।

পরে বাধা উপেক্ষা করে শিক্ষকরা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে। আন্দোলনকারী শিক্ষক লিয়াকত আলি সাংবাদিকদের বলেন, "আমাদের দাবি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারের অধীনে আনা। আমরা মিছিল করে যমুনার দিকে যাচ্ছিলাম। কিন্তু আমাদের জলকামান মারা হল। সরকার যদি যথাযথ ব্যবস্থা করতো তাহলে কিন্তু আমাদের রাস্তায় দাঁড়াতে হত না।" এই বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, শিক্ষকরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে তারা রাস্তার উপর বসে পড়লে তাদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার ও তিন মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি-সহ পাঁচ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে শান্তিপূর্ণ এই আন্দোলন চলবে বলে ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বুধবার বিকালে রাজধানীর শাহবাগে এক মানববন্ধনে এই ঘোষণা করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারের অধীনে আনার দাবিতে ঢাকায় প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বাসভবন যমুনার দিকে অগ্রসর হন শিক্ষকরা। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ।
  • কিন্তু শিক্ষকরা সেই বাধা উপেক্ষা করেই সামনে দিকে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের।
  • বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। বুধবার দুপুরের এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি শিক্ষকদের।
Advertisement