shono
Advertisement

ভোটের মাঝেই বাংলাদেশে মডেলের রহস্যমৃত্যু, ফ্ল্যাটে উদ্ধার দেহ, টের পেলেন না বাবা-মা!

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও করেছেন ইনি।
Posted: 09:42 AM Jan 07, 2024Updated: 04:30 PM Jan 07, 2024

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে শুরু দ্বাদশ সাধারণ নির্বাচন। এমন পরিস্থিতিতেই মডেল তথা অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম তাসনিয়া রহমান। ধানমান্ডির এক বহুতলের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, সেই ফ্ল্যাটে একাই থাকতেন তাসনিয়া। একই আবাসনের আরেকটি ফ্ল্যাটে থাকেন তাঁর বাবা ও মা।

Advertisement

ধানমান্ডি থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌসী জানান, ধানমান্ডির ওই বহুতলের দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন তাসনিয়া। একই বাড়ির চারতলায় থাকতেন তাঁর মা-বাবা এবং পরিবারের অন্য সদস্যরা। শনিবার ভোরে এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই ফ্ল্যাটে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাসনিয়াকে। তাঁর গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল। পরিবারের সদস্যরা তাসনিয়াকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

[আরও পড়ুন: একসময় বলেছিলেন ‘আরশোলা’, ‘টুয়েলভথ ফেল’ দেখেই ডিগবাজি কঙ্গনার, এখন কী বক্তব্য?]

পারিবার সূত্রে খবর, তাসনিয়া ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন তিনি। খুব জেদি স্বভাবের ছিলেন বাংলাদেশি মডেল। গত কয়েক বছর ধরে মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তাসনিয়া। ফেসবুক লাইভে এসে অনেক ধরনের সমস্যার কথা বলতেন। গত বছরে একাধিক প্রতারণার অভিযোগে আলোচনায় এসেছিলেন তাসনিয়া। তখন তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসীম আহমেদ।

অভিনয়ে নবাগত ছিলেন তাসনিয়া। কয়েকটি চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। নির্মাতা অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ সিরিজের একটি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তাসনিয়া। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন বাংলাদেশি মডেল তথা অভিনেত্রী। কিন্তু এর নেপথ্যে কারণ কী, সেই সম্পর্কে কিছু জানা যায়নি।

[আরও পড়ুন: ‘কাঞ্চনকে পোষাচ্ছে না?’, তরুণীর ঠোঁট থেকে কামড়ে কেক নিয়ে কটাক্ষের মুখে শ্রীময়ী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement