shono
Advertisement

Breaking News

বাংলাদেশে করোনায় মৃত্যু বেড়ে ১১০, আক্রান্ত ৩৩৮২

চিকিৎসকদের পাশাপাশি অনেক পুলিশকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। The post বাংলাদেশে করোনায় মৃত্যু বেড়ে ১১০, আক্রান্ত ৩৩৮২ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:00 PM Apr 21, 2020Updated: 06:00 PM Apr 21, 2020

সুকুমার সরকার, ঢাকা: বিশ্বজুড়ে মহামারি রূপে আবির্ভূত নোভেল করোনা ভাইরাসের জেরে এখনও পর্যন্ত বাংলাদেশে ১১০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৮২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, পঞ্চগড়, লক্ষ্মীপুর-সহ দেশের বিভিন্ন স্থানে গত দু’দিনে আটজনের মৃত্যু হয়েছে। এর ফলে গোটা দেশে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন মোট ১৫৮ জন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে করোনার হদিশ মিলেছে ৪৩৪ জনের শরীরে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৩৮২ জন। বাংলাদেশ রোগতত্ব গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর (IEDCR)-এর তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত শুধু ঢাকা শহরেই করোনায় আক্রান্ত হন ১ হাজার ১৭৪ জন। গোটা দেশে চিকিৎসকদের পাশাপাশি পুলিশ কর্মীদের আক্রান্ত হওয়ার সংখ্যাও দিনদিন বাড়ছে। এখনও পর্যন্ত শুধু ঢাকা মহানগরেই ৭৩ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। পাশের জেলা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার আরও ২০ জন পুলিশকর্মীর শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। এই নিয়ে গাছা থানায় মোট ২৫ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হলেন।

[আরও পড়ুন: বাংলাদেশে বিপর্যস্ত স্বাস্থ্য পরিষেবা, করোনায় আক্রান্ত ১৭০ জন চিকিৎসক  ]

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে গাছা থানায় একজন অফিসারের শরীরে এই মারণ ভাইরাসের সন্ধান পাওয়া যায়। এরপর বাবুর্চি-সহ আরও ৪ জনের নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ পাওয়া যায়। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৪৩৪ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে।

[আরও পড়ুন: পশ্চিমবঙ্গ থেকে ধৃত বঙ্গবন্ধুর আরেক খুনি! ইঙ্গিত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর]

The post বাংলাদেশে করোনায় মৃত্যু বেড়ে ১১০, আক্রান্ত ৩৩৮২ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement