সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার ছক। যদিও কার্যসিদ্ধি করতে পারেনি অভিযুক্ত। তার আগেই পুলিশের নজরে পড়ে যায় গোটা বিষয়টি। প্রতারকের খোঁজে শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, নিজেকে পুলিশের (Police) উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির সঙ্গে কথা বলেন প্রতারক। দু-চার কথার পর ৪০ হাজার টাকা দাবি করেন। স্বাভাবিকভাবেই ওই ব্যক্তির সন্দেহ হয়। তড়িঘড়ি সেই চ্যাটের স্ক্রিন শট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই ব্যক্তি। বিষয়টি নজরে পড়ে হাওড়া সিটি পুলিশের। ওই দিন রাতেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। প্রতারকের খোঁজে শুরু হয় তদন্ত। অভিযুক্তের হদিশ পেতে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে কথা বলছে হাওড়া সিটি পুলিশ।
[আরও পড়ুন: ‘অনেক ফাউল করেছেন, এবার মানুষ আপনাকে রাম কার্ড দেখাবে’, মমতাকে কটাক্ষ মোদির]
হাওড়া কমিশনারেটে (Howrah Police Commissionerate) যে আধিকারিকের নাম করে প্রতারণা করা হয়েছে, এবিষয়ে কথা বলা হলে তিনি বলেন, “অনেকের নামেই সোশ্যাল মিডিয়ায় এমন ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার ঘটনা চলছে। পুলিশের তরফে পরিস্থিতি আয়ত্তে আনার সবরকম চেষ্টা করা হচ্ছে।”