shono
Advertisement

প্রায় ৪ লক্ষ কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ল রিজার্ভ ব্যাঙ্ক

ব্যাঙ্ক কাউন্টার ও এটিএমের মাধ্যমে ১৯১০ কোটি নতুন নোট বাজারে এসেছে৷ The post প্রায় ৪ লক্ষ কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ল রিজার্ভ ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:24 PM Dec 08, 2016Updated: 09:20 AM Dec 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে পর্যাপ্ত নতুন নোটের জোগান রয়েছে বলে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ আরবিআই-এর দাবি, বাতিল নোটের প্রায় ৮০ শতাংশ ফের বাজারে ফিরে এসেছে৷ অযথা বাড়িতে নতুন নোট জমিয়ে না রাখলে পরিস্থিতি আরও দ্রুত স্বাভাবিক হয়ে যাবে৷ তবে রেপো রেট না কমায় বাড়ি, গাড়ি বা অন্য ক্ষেত্রে আমজনতা সুদের হার কমার যে আশা করেছিল, তা-ও আপাতত বাস্তবায়িত হওয়ার কোনও আশা নেই বলে রিজার্ভ ব্যাঙ্ক তাদের ঋণনীতিতে বুঝিয়ে দিয়েছে৷

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল স্পষ্টভাবে জানিয়েছেন, অনেক ভাবনাচিন্তা করেই নোট বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্যাটেল বলেন, “কোনও তড়িঘড়ি করা হয়নি৷ কী পরিস্থিতি হতে পারে, পরিচালন পর্ষদে সিদ্ধান্ত গ্রহণের পর তা রূপায়ণের আগে গোপনীয়তা রক্ষা করা, সাধারণ মানুষের কী কী সমস্যা হতে পারে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে বিকল্প পথ বের করা, সবটাই বেশ কিছুদিন ধরে চালানো হয়েছে৷” প্যাটেল আরও জানান, সাধারণ মানুষের দুর্ভোগের কথা তাঁরা সবসময় মাথায় রেখেছিলেন৷ চেষ্টা চালিয়ে গিয়েছেন যাতে বৈধ নোটের পর্যাপ্ত জোগান চালানো যায়৷ বাতিল নোটের প্রায় আশি শতাংশ বা ১১.৮৫ লক্ষ কোটি টাকা ফের বাজারে এসে গিয়েছে বলে দাবি করেন প্যাটেল৷

একই দাবি করেছেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর রামা সুব্রহ্মণ্যম গান্ধীও৷ তাঁর দাবি, পুরনো পাঁচশো, হাজার টাকার নোট বাতিল হয়েছিল৷ কিন্তু ১১.৮৫ লক্ষ কোটি টাকা ফের ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরে এসেছে৷ পাশাপাশি, ৩.৮১ লক্ষ কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে৷ পর্যাপ্ত নতুন নোট রয়েছে৷ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িতে নোট জমিয়ে না রাখলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে না৷ তাই টাকা মজুত না করার আর্জি জানিয়েছেন তিনি৷ গান্ধী আরও জানান, বেশি করে নতুন পাঁচশো, একশো টাকার নোট ছাপার জন্য গত দু’সপ্তাহে টাঁকশালগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তার মধ্যে গত পঁচিশ দিনেই ব্যাঙ্ক কাউন্টার ও এটিএমের মাধ্যমে ১৯১০ কোটি নতুন নোট বাজারে এসেছে৷ যা গত তিন বছরে সরবরাহ করা নোটের চেয়েও বেশি৷

প্যাটেল আরও জানান, নতুন পাঁচশো, একশো নোটের জোগান বাড়ানোর পাশাপাশি দু’হাজার টাকার নোট ছাপানোও যথারীতি চলবে৷ আগামী কয়েক দিন সরবরাহ বাড়লে এর সুফল সাধারণ মানুষ টের পাবেন বলে তিনি মন্তব্য করেছেন৷ একইসঙ্গে ডেপুটি গভর্নর জানিয়েছেন, টাকা তোলার ঊর্ধ্বসীমা নিয়ে অনেকে আপত্তি জানাচ্ছেন৷ বিষয়টি আরবিআই-এর নজরেও রয়েছে৷ মানুষের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী নানা সময় সিদ্ধান্ত বদলাচ্ছে৷ প্রয়োজনে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে৷ একইভাবে মানুষের চাহিদা মাথায় রেখে ভবিষ্যতে হাজার টাকার নোট ছাপানো নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে গান্ধী ইঙ্গিত দিয়েছেন৷ আরবিআই আরও জানিয়েছে, এবার থেকে দু’হাজার টাকার কম অঙ্কের অনলাইন লেনদেনের ক্ষেত্রে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) লাগবে না৷ তবে শুধুমাত্র অনুমোদিত কার্ড নেটওয়ার্কের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে৷ এই ব্যবস্থায় গ্রাহকদের এককালীন নথিভুক্তিকরণ করতে হবে৷

The post প্রায় ৪ লক্ষ কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ল রিজার্ভ ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement