shono
Advertisement

Breaking News

বাবার গানে বিকৃতি, করণের উপর ক্ষুব্ধ বাপ্পি লাহিড়ীর ছেলে

বাপ্পি লাহিড়ীর মতো সংগীতকারের কাজ নিয়ে ঠাট্টা করা মোটেই সমীচিন নয়৷ The post বাবার গানে বিকৃতি, করণের উপর ক্ষুব্ধ বাপ্পি লাহিড়ীর ছেলে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:20 PM Nov 09, 2016Updated: 05:50 PM Nov 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার অপমানে পরিচালক করণ জোহর উপর আগেই ক্ষুব্ধ হয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী মহম্মদ রফির ছেলে৷ এবার একই রকম বিষয়ে মুখ খুললেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ীও৷ বাবার গানের বিকৃতি নিয়ে পরিচালকের উপর যারপরনাই ক্ষুব্ধ তিনি৷

Advertisement

সাম্প্রতিক ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে বলিউডকে নিয়ে বেশ ঠাট্টাই করেছেন পরিচালক করণ৷ তার মধ্যে তাঁর নিজের ছবিও আছে৷ এই মশকরা করতে গিয়েই ছবিতে মহম্মদ রফির সম্পর্কে ছিল এক ‘বেফাঁস’ মন্তব্য৷ মহম্মদ রফি গাতে নেহি, রোতে থে-এরকমই সংলাপ ছিল অনুষ্কা শর্মা অভিনীত চরিত্রটির মুখে৷ তা নিয়ে বিস্তর জলঘোলা ও বিতর্ক হয়েছে৷ এবার একই অভিযোগে সরব হলেন বাপ্পি লাহিড়ির পুত্র বাপ্পা লাহিড়ীও৷ ছবিতে রণবীর কাপুরের চরিত্রটিকে দেখা গিয়েছে বাপ্পি লাহিড়ীর কম্পোজ করা ‘টাকি ও টাকি’ গানটি গাইতে৷ তবে স্বাভাবিক ভাবে নয় উচ্চারণে ও অঙ্গভঙ্গি করেই গানটি গেয়েছেন তিনি৷ পুরো দৃশ্যে ছিল রসিকতার আবরণ৷ এটিই পছন্দ হয়নি বাপ্পার৷ তাঁর মতে বাপ্পি লাহিড়ীর মতো সংগীতকারের কাজ নিয়ে ঠাট্টা করা মোটেই সমীচিন নয়৷

যদিও বাপ্পি লাহিড়ীর কাছে এসব খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলেও জানিয়েছেন তিনি৷ কিন্তু তাও বাবার কাজের বিকৃতি নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি৷ যদিও এ গান যার উপর চিত্রায়িত হয়েছিল, সেই ‘হিম্মতওয়ালা’ ছবির নায়ক জিতেন্দ্র জানাচ্ছেন, তাঁর অবশ্য ছবিটি দেখে আপত্তিকর কিছু মনে হয়নি৷ মজা করার জন্যই এই দৃশ্য তৈরি করা হয়েছে বলে তিনি জানান, রসিকতা মেনে নিতে কোনও আপত্তি নেই৷ তবে বাপ্পি লাহিড়ীর ছেলের অভিযোগের কোনও উত্তর অবশ্য মেলেনি পরিচালকের তরফে৷

The post বাবার গানে বিকৃতি, করণের উপর ক্ষুব্ধ বাপ্পি লাহিড়ীর ছেলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement