সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান (Pakistan Cricket Team) অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) সরাসরি চ্যালেঞ্জ জানালেন বাসিত আলি। বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের সঙ্গে প্রায় একই নিঃশ্বাসে উচ্চারিত হয় বাবর আজমের নাম।
সেই বাবরকে উদ্দেশ্য করে নিজস্ব ওয়েব সাইটে বাসিত আলি বলেন, ''টপ টিমের বিরুদ্ধে তিনটি ছক্কা মেরে দেখাক বাবর। মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ছক্কা হাঁকালে চলবে না। সেরা দলের বিরুদ্ধে ছক্কা মারতে হবে। মারতে পারলে আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব। বাবর যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে, তাহলে সর্বসমক্ষে তা জানাতে হবে। বিশ্বকাপে তিনটি ছক্কা মারতে না পারলে ওপেন করতে পারবে না বাবর।''
[আরও পড়ুন: ‘তুমি ইস্টবেঙ্গলের হয়ে খেলবে’, লাল-হলুদ কিংবদন্তিকে পরামর্শ দিয়েছিলেন খোদ রবিঠাকুর]
প্রাক্তন পাক ক্রিকেটাররা প্রচারের আলো পাওয়ার জন্য নেতিবাচক মন্তব্য করে থাকেন তাঁদের ইউটিউবে। বাবর তাতে সাড়া দেননি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাক জাতীয় দল আয়ারল্যান্ড পৌঁছেছে। ১০,১২ ও ১৪ মে ম্যাচগুলি রয়েছে। ম্যাচগুলি ডাবলিনে হবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান।
বিশ্বকাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ৯ জুন দুই প্রতিবেশি দেশের লড়াই দেখবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।